রুদ্ধশ্বাস টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
গ্রুপ পর্ব ভালো যায়নি, বিবর্ণ পারফরম্যান্স করে বাংলাদেশ। একটি হার ও ড্রয়ের পর গোল ব্যবধানে সেমি-ফাইনালে ওঠে তারা। তবে সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দারুণ ঘুরে দাঁড়ানোর গল্প লিখলো বাংলাদেশের যুবারা। পিছিয়ে পড়েও ম্যাচে সমতা এনে পরে রুদ্ধশ্বাস ট্রাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বাংলাদেশ।
শনিবার ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমি-ফাইনালে লম্বা সময় ধরে চলা টাইব্রেকারে পাকিস্তানকে ৮-৭ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ সমতায়। ৯০ মিনিটের লড়াইয়ে বাংলাদেশের পক্ষে গোল করেন মিঠু চৌধুরী ও রিফাত কাজী। পাকিস্তানের হয়ে প্রথম গোল করেন শাহাব আহমেদ। পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন আব্দুল রেহমান।
টাইব্রেকারে শুরুর পাঁচ শটে পাকিস্তানের আব্দুল রেহমান, আব্দুল সামাদ, আবিস রেজা কাজমি, খোবাইব খান, উবাইব উল্লাহ খান গোল করেন। বাংলাদেশের পক্ষে গোল করেন মোর্শেদ আলী, জয় আহমেদ, কমল মৃধা, সিয়াম অমিত ও মোহাম্মদ মানিক। এখানেও ৫-৫ সমতা।
এক শটের সাডেন ডেথে পাকিস্তানের মজিদ আলী ও শারাফ খান গোল করেন। বাংলাদেশের হয়ে জালে বল পাঠান আকাশ আহমেদ ও মিঠু চৌধুরী। পাকিস্তানের পক্ষে আব্দুল ঘানির নেওয়া পরের শট সেভ করেন বদলি গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ। এরপর আশিকুর রহমান গোল করলে ফাইনলে ওঠার উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ।
গ্রুপ পর্বে কোনো ম্যাচ না জিতেই সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১-০ গোলের হারে আসর শুরু হয় সাইফুল বারী টিটুর দলের। পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। 'এ' গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৩-০ গোলে হারে মালদ্বীপ। বাংলাদেশ কম ব্যবধানে হারায় গোল পার্থক্যে শেষ চারের টিকেট পায়। শিরোপার লড়াইয়ে আগামী সোমবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।