হাসপাতালে ‘টাইগার রবি’, ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
বাংলাদেশের সুপার ফ্যান টাইগার রবিকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট চলাকালীন গ্যালারিতে ভারতীয় সমর্থকদের দ্বারা হেনস্থা হয়েছেন বলে অভিযোগ করেছেন রবি।
রবি জানান, গ্যালারিতে তিনি হয়রানির শিকার হন এবং পাঁজরে আঘাত পান। পরে উত্তর প্রদেশ পুলিশ চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যায়। খবর ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, 'আমরা তাকে হাসপাতালে পাঠিয়েছি। তার কোনো সমস্যা হয়েছে কিনা, চিকিৎসকরা সেটা পরীক্ষা করে দেখবেন। রবি দাবি করেছেন, তাকে হয়রানি করা হয়েছে।'
পুরো ঘটনার তদন্তও করা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, 'আমাদের সিসিটিভি ক্যামেরা আছে। ঠিক কী ঘটেছে, সেটা বুঝতে ফুটেজ দেখবো আমরা।'
লাঞ্চের বিরতির সময় ঘটনাটি ঘটে, তখন বৃষ্টি হচ্ছিল। এ সময় রবি গ্যালারির ভেতরের দিক চলে যান। সেখানে কয়েক স্থানীয় সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার, যা রূপ নেয় হাতাহাতিতে। এ সময় তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন রবি। চেন্নাই টেস্টেও ভারতীয় সমর্থকদের দ্বারা হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন বাংলাদেশের এই সুপার ফ্যান।