বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট: সাড়ে ১০টায় টস, খেলা শুরু ১১টায়
কানপুরে রাতভর বৃষ্টির কারণে বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের টস নির্ধারিত সময়ে হয়নি। বৃষ্টি থামলেও ভেজা মাঠের কারণে টস করা যায়নি। কানপুরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বর্তমানে নেই। মাঠ পর্যবেক্ষণের পর আম্পায়াররা জানিয়েছেন টস হবে বাংলাদেশ সময় সাড়ে ১০টায়, খেলা শুরু হবে ১১টায়।
ভেজা মাঠের কারণে টসে দেরি
কানপুরে আজ বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা, সেই অনুযায়ী টস হওয়ার কথা সাড়ে ৯টায়। কিন্তু ভেজা মাঠের কারণে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও টস হয়নি।
কানপুরে রাতে বৃষ্টি হয়েছে, চলেছে সকাল পর্যন্ত। বাংলাদেশ সময় ৯টা পর্যন্তও গ্রিন পার্ক স্টেডিয়ামের উইকেটসহ মাঠের কিছু অংশ কভার দিয়ে ঢেকে রাখা হয়। এই মুহূর্তে কভার সরিয়ে নেওয়া হলেও টসের সময় জানানো হয়নি। কভার সরিয়ে নেওয়া হচ্ছে, মাঠ শুকানোর কাজ করছেন গ্রাউন্ডসম্যানরা।
তবে আবহাওয়ার পূর্বাভাসে এই মুহূর্তে কানপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশেরও বেশি। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। তাই টস হলেও খেলা হওয়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। ৩০ মিনিট পরও টস হয়নি, ধীর গতিতেই এগোচ্ছে কার্যক্রম। আউটফিল্ড পর্যবেক্ষণ করছেন আম্পায়াররা।
সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশ সেভাবে লড়াইও করতে পারেনি। ব্যাটিং ব্যর্থতায় নাজমুল হোসেন শান্তর দল হারে ২৮০ রানে। এই ম্যাচটি তাদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। যদিও কাজটি কঠিন সফরকারীদের জন্য, কারণ হোয়াইটওয়াশ এড়াতে এই ম্যাচটি তাদের জিততে হবে অথবা ড্র করতে হবে।