সাকিবের চোটের ব্যাপারে কেউ কিছু জানায়নি হাথুরুসিংহেকে
প্রধান স্পিনার হিসেবে বাংলাদেশ দলে খেলেন সাকিব আল হাসান। কিন্তু ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে তিনি বোলিং করেছেন মাত্র ২১ ওভার। এক ইনিংসেই এরচেয়ে বেশি ওভার বোলিং করেন ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে সাকিবকে বোলিংয়ে টানা হয় ৫০ ওভারেরও পর, এরপর সেভাবে বোলিংও করেননি। তখন থেকেই তাই দলে অভিজ্ঞ এই অলরাউন্ডারের ভূমিকা নিয়ে আলোচনা।
ম্যাচ চলাকালীন জানা যায়, আঙুলে চোটের কারণে বোলিং করার সময় অস্বস্তি হওয়ায় সাকিবকে দিয়ে বেশি বোলিং করানো হয়নি। চেন্নাই টেস্টে তাকে খেলানো নিয়ে প্রশ্ন ওঠে, পরের টেস্টে তাকে একাদশে নেওয়া উচিত হবে কিনা, সেই আলোচনাও উঠে যায়। সাকিবকে বাদ দেওয়ার প্রশ্ন হেসে উড়িয়ে দিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পারফরম্যান্স ও চোট; কোনো কারণেই সাকিবকে নিয়ে চিন্তা নেই বলে জানান তিনি।
এবার প্রধান কোচ হাথুরুসিংহেও জানালেন, দ্বিতীয় ম্যাচে নির্বাচনের জন্য 'অ্যাভেইলেবল' থাকবেন সাকিব। তবে তার দেওয়া একটি তথ্য রীতিমতো অবাক করার মতো। সাকিবের চোটের ব্যাপারে তিনি নাকি কিছুই জানেন না, দল থেকে কেউ-ই এ ব্যাপারে তাকে কিছু জানায়নি। দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিবের চোটের প্রসঙ্গ উঠলে লঙ্কান এই কোচ বলেন, 'সাকিবের চোটের ব্যাপারে অফিশিয়ালি আমার কিছু জানা নেই।'
সাকিবের চোটের ব্যাপারে আনুষ্ঠানিক জানাশোনা না থাকলেও তার বর্তমান অবস্থা সম্পর্কে অবগত বাংলাদেশের প্রধান কোচ। হাথুরুসিংহে জানিয়েছেন, ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে কোনো সংশয় নেই। তিনি বলেন, 'সাকিবকে নিয়ে আপাতত কোনো সংশয় নেই। আমি ফিজিও বা কারও কাছ থেকে তার ইনজুরি সংক্রান্ত কিছু শুনিনি। সে সিলেকশনের জন্য বিবেচনায় আছে।'
চেন্নাই টেস্টে ২১ ওভার বোলিং করে কোনো উইকেট পাননি সাকিব, ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে করেন ৫৭ রান। তার মতো অলরাউন্ডারের কাছ থেকে এমন পারফরম্যান্স হতাশার কিনা, এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, 'কেবল তার পারফরম্যান্সে নয়, সবার পারফরম্যান্সেই হতাশ। আমরা আরও ভালো করতে পারতাম। আমি নিশ্চিত সে নিজেও ভাবে, সে আরও ভালো করতে পারে। তবে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করেছে, বড় করতে পারেনি ইনিংস। এমন নয় যে চেষ্টা করেনি। প্রতিপক্ষের বোলিংয়ের মান অনেক ভালো ছিল।