টেস্ট র্যাঙ্কিংয়ে শান্ত-হাসানের উন্নতি, অবনতি লিটন-মুশফিকের
ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ভালো যায়নি বাংলাদেশের। চরম ব্যাটিং ব্যর্থতায় ২৮০ রানের বড় ব্যবধানে চেন্নাই টেস্ট হারে সফরকারীরা। এর মাঝেও ব্যাটে-বলে অবদান রেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পেসার হাসান মাহমুদ। তাদের পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে, দুজনেরই উন্নতি হয়েছে।
গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা সব সময়ের মতো বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। শান্ত ছাড়াও ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান। বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদের।
প্রথম ইনিংসে ২০ রানে আউট হওয়া শান্ত দ্বিতীয় ইনিংসে অনেকটা একাই লড়েন। বাঁহাতি এই ব্যাটসম্যান ৮২ রানের ইনিংস খেলেন। দুই ইনিংস মিলিয়ে ১০২ রান করা বাংলাদেশ অধিনায়ক ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন। এক ধাপ এগিয়ে ৪৩ নম্বরে আছেন সাকিব।
এ দুজনের উন্নতি হলেও ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন লিটন কুমার দাস, মুশফিকুর রহিম ও মুমিনুল হক। ৫ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছেন লিটন। ৬ ধাপ পিছিয়ে ২৩ নম্বরে মুশফিক ও ১১ ধাপ পিছিয়ে ৫৮তম স্থানে আছেন মুমিনুল।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া হাসান ভারতের বিপক্ষে প্রথম ইনিংসেও নেন ৫ উইকেট। দারুণ ধারাবাহিক এই সাফল্যে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন ডানহাতি এই পেসার, ৪৪তম স্থানে আছেন তিনি।
চেন্নাই টেস্টের দুই ইনিংসে ৪ উইকেট নেওয়া তাসকিনের উন্নতি হয়েছে ৮ ধাপ। ক্যারিয়ার সেরা ৩০৮ রেটিয় পয়েন্ট নিয়েন ৬৩তম স্থানে আছেন অভিজ্ঞ এই পেসার। তরুণ গতি তারকা নাহিদ এক ধাপ এগিয়ে ৭৮তম স্থানে আছেন।
দুই স্পিনার সাকিব ও মিরাজের অবনতি হয়েছে। ৬ ধাপ পিছিয়ে ৩৩ নম্বরে নেমে গেছেন সাকিব। মিরাজ পিছিয়েন এক ধাপ, ২২ নম্বরে আছেন ডানহাতি এই অফ স্পিনার। একাদশে সুযোগ না পাওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এক ধাপ পিছিয়ে ১৯তম স্থানে আছেন।