রান পাহাড় গড়ে ইনিংস ঘোষণা ভারতের, বাংলাদেশের লক্ষ্য ৫১৫
২২৭ রানের লিড পেয়ে আবার ব্যাটিংয়ে নামা ভারত দ্বিতীয় ইনিংসে দাপট দেখালো। ভালো শুরু না হলেও দারুণ জুটি গড়ে দলের লিড পাহাড়ে পৌঁছে দিলেন দুই সেঞ্চুরিয়ান শুভমান গিল ও ঋষভ পন্ত। এ দুজনের সেঞ্চুরির আগেই অনেক রানের লিড পেয়ে যায় ভারত। কিন্তু তাদের সেঞ্চুরির জন্য অপেক্ষা করেছে ঘরের মাঠের দলটি। অবশ্য এ দুজন তিন অঙ্ক ছোঁয়ার পর আরও কিছুক্ষণ ব্যাটিং করে ভারত। তিনশ'র কাছাকাছি গিয়ে ইনিংস ঘোষণা করেন দলটির অধিনায়ক রোহিত শর্মা।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ৪ উইকেটে ২৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ভারত। বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৫ রান। যে রান পাড়ি দিতে বাংলাদেশকে টেস্টের ইতিহাস বদলাতে হবে। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ৪১৮। প্রথম ইনিংসে ভারতের করা ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয় ১৪৯ রানেই। প্রথম ইনিংসেই ২২৭ রানের লিড পায় ভারত।
সুযোগ থাকলেও বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। প্রথম ইনিংসের মতো এবারও ভালো শুরু করতে পারেনি স্বাগতিকরা। আগের ইনিংসে ৬ রান করে হাসান মাহমুদের শিকারে পরিণত হওয়া রোহিত এই দফায় তাসকিন আহমেদের বলে আউট হন। বাংলাদেশ পেসারের দারুণ এক ডেলিভারিতে উইকেটে পেছনে ক্যাচ দিতে বাধ্য হন ৫ রান করা ভারত অধিনায়ক।
প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়াল এই ইনিংসে বেশি পথ পাড়ি দিতে পারেননি। দলীয় ২৮ রানে নাহিদ রানার বলে লিটন কুমার দাসের হাতে ধরা পড়েন ১০ রান করা তরুণ বাঁহাতি এই ওপেনার। তৃতীয় উইকেটে শুভমানের সঙ্গে ৩৯ রানের জুটি গড়েন বিরাট কোহলি। ১৭ রান করে মেহেদী হাসান মিরাজের শিকারে পরিণত হন তিনি।
যদিও আউট ছিলেন না কোহলি, ব্যাটে বল ছুঁয়ে প্যাডে লাগলেও আম্পায়ার বাংলাদেশের এলবিডব্লিউর আবেদনে সাড়া দিয়ে তাকে আউট ঘোষণা করেন। রিভিউ না নেওয়ায় সাজঘরে ফিরতে হয় কোহলিকে। চতুর্থ উইকেটে জুটি বাধা শুভমান ও পন্ত দ্বিতীয় দিনের বাকিটা সময় সহজেই পার করেন। তৃতীয় দিন চলে তাদের ব্যাটিং শো। সেঞ্চুরি তুলে নেওয়ার আগ পর্যন্ত এই জুটিতে ভাঙন ধনরাতে পারেননি বাংলাদেশের কোনো বোলারই।
চতুর্থ উইকেটে ২১৭ বলে ১৬৭ রান যোগ করেন শুভমান-পন্ত। এর মাঝে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন পন্ত। এতে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ডে মহেন্দ্র সিং ধোনির রেকর্ডে ভাগ বসান বাঁহাতি এই ব্যাটসম্যান। দুজনের সেঞ্চুরিই ৬টি করে। বোলার মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১২৮ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রান করেন পন্ত।
তার বিদায়ের পঞ্চম উইকেটে ওয়ানডে মেজাজে রান তোলেন শুভমান ও লোকেশ রাহুল। এ দুজন ৫১ বলে ৫৩ রান যোগ করেন। এই জুটির মাঝে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন ১৭৬ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ১১৯ রানে অপরাজিত থাকা শুভমান। ১৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন রাহুল। বাংলাদেশের অফ স্পিনার মিরাজ ২টি উইকেট নেন। দুই পেসার তাসকিন ও নাহিদ একটি করে উইকেট পান।