ব্যাটে লাগার পরও এলবিডব্লিউতে কোহলির উইকেট পেলেন মিরাজ
ভারতের দুই ওপেনারকে ফিরিয়েছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। এরপর শুভমান গিলের সঙ্গে যোগ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি। কিন্তু তার পথচলা দীর্ঘ হতে দিলেন না মেহেদী হাসান মিরাজ। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ভারতের ব্যাটিং তারকাকে সাজঘরে ফেরান বাংলাদেশের এই অফ স্পিনার।
যদিও পরে টিভি রিপ্লেতে দেখা যায় কোহলি আউট ছিলেন না। তার ব্যাটে লেগে বল প্যাডে লাগে। কিন্তু মিরাজের আবেদনে আম্পায়ার সাড়া দিয়ে আউট ঘোষণা করলে রিভিউ না নিয়ে ফিরে যান ১৭ রান করা কোহলি। রিভিউ নিলে বেঁচে যেতেন তিনি। দ্বিতীয় ইনিংসে ২১ ওভার শেষে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ৭৮ রান। স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ৩০৫ রান। শুভমান ৩২ ও ঋষভ পন্ত ১০ রানে ব্যাটিং করছেন।
নাহিদের শিকার জয়সওয়াল
ভারতের দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারেই রোহিত শর্মাকে তাসকিন ফিরিয়ে দেওয়ার পর এবার আঘাত হানলেন বাংলাদেশের আরেক পেসার নাহিদ রানা। তরুণ এই গতি তারকার শিকার স্বাগতিকদের বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। নাহিদের বলে লিটন কুমার দাসের হাতে ধরা পড়ার আগে ১৭ বলে ১০ রান করেন তিনি।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮ ওভার শেষে ২ উইকেটে ভারতের সংগ্রহ ৩৩ রান। ঘরের মাঠের দলটির লিড দাঁড়িয়েছে ২৬০ রান। শুভমান গিল ১০ ও বিরাট কোহলি ৪ রানে ব্যাটিং করছেন।
এবার রোহিতকে ফেরালেন তাসকিন
প্রথম ইনিংসে শুরুতেই রোহিত শর্মাকে ফেরান হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসেও বেশি সময় টিকতে পারলেন না ভারতের অধিনায়ক। এবার বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদের শিকারে পরিণত হলেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারে দারুণ এক ডেলিভারিতে রোহিতকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন তাসকিন, যা লুফে নিতে ভুল করেননি জাকির হাসান।
ভারতের প্রথম ইনিংসে করা ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসেই ২২৭ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ভারত ৫ ওভার শেষে ১ উইকেটে ২৩ রান তুলেছে। স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ২৫০ রান। যশস্বী জয়ওসয়াল ১০ ও শুভমান গিল ৮ রানে ব্যাটিং করছেন।