অশ্বিন-জাদেজায় ৩০০ ছাড়িয়ে ভারত, উইকেটের খোঁজে বাংলাদেশ
বল হাতে দারুণ শুরু হয়েছিল বাংলাদেশের। হাসান মাহমুদের দাপুটে বোলিংয়ে ভারতকে কোণঠাসা করে ফেলেছিল সফরকারীরা। ৩৪ রানেই ভারতের ৩ উইকেট তুলে নেওয়া হাসান আরেকটি উইকেট নেন স্বাগতিকদের সংগ্রহ ১০০ ছোঁয়ার আগেই। দেড়শ পেরনোর আগেই নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নিলে ভারতের চাপ আরও বাড়ে।
কিন্তু ১৪৪ রানে ৬ উইকেট হারানো দলকে আলোর পথে ফিরিয়ে দুর্বার ব্যাটিং করে চলেছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। খাদের কিনারে চলে যাওয়া দলকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন হাফ সেঞ্চুরি তুলে নেওয়া এ দুজন। সপ্তম উইকেটে ইতোমধ্যে ১৫৯ রানের জুটি গড়েছেন তারা। যা সপ্তম উইকেট জুটিতে চেন্নাইয়ের এই মাঠের ইতিহাসের সর্বোচ্চ।
৭৩ ওভার শেষে ৬ উইকেটে ভারতের সংগ্রহ ৩০৩ রান। অশ্বিন ৮৮ ও জাদেজা ৬৫ রানে ব্যাটিং করছেন। উইকেটের খোঁজে থাকা বাংলাদেশকে উদযাপনের উপলক্ষ্য এনে দিতে পারছেন না কোনো বোলারই।
নাহিদ-মিরাজের আঘাতে আরও দুই উইকেট নেই ভারতের
হাসান মাহমুদের তোপে শুরুতেই বিপাকে পড়ে ভারত, হারাতে থাকে উইকেট। তবে ভাঙসের সুর কানে না নিয়ে একপাশ আগলে খেলে যেতে থাকেন জশস্বী জয়সওয়াল। ঋষভ পন্তের সঙ্গে ৬২ রানের জুটি গড়ার পর লোকেশ রাহুলের সঙ্গের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন তিনি। নাহিদ রানা এই জুটি ভাঙার পরের ওভারেই আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ।
৫৬ রান করা জয়সওয়ালকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন বাংলাদেশের ক্রিকেটের নতুন পেস সেনসেশন নাহিদ। পরের ওভারেই রাহুলকে সাজঘরে ফেরান মিরাজ। এই উইকেটের কৃতিত্ব অবশ্য জাকির হাসানকেও দিতে হবে। শর্ট লেগে থাকা বাংলাদেশের এই ওপেনার দারুণ এক ক্যাচে ফেরান ১৬ রান করা রাহুলকে।
ভারতের নতুন দুই ব্যাটসম্যান উইকেটে গিয়েই রান তোলার কাজে মন লাগিয়েছেন। দ্রুত রান তুলে যাচ্ছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ৪৬ ওভার শেষে ৬ উইকেটে ভারতের সংগ্রহ ১৬৮ রান। অশ্বিন ১৩ ও জাদেজা ৭ রানে ব্যাটিং করছেন। ভারতের প্রথম ৪ উইকেট নেন দুর্বার বোলিং করা হাসান। একটি করে উইকেট নিয়েছেন নাহিদ ও মিরাজ।
দুর্বার হাসানের চতুর্থ উইকেট, এবার ফেরালেন পন্তকে
একাই ভারতের ব্যাটসম্যানদের পরীক্ষা নিয়ে যাচ্ছেন হাসান মাহমুদ। ৩৪ রানের মধ্যেই স্বাগতিকদের ৩ উইকেট তুলে নেওয়া বাংলাদেশের ডানহাতি এই পেসার এবার ফিরিয়ে দিলেন ঋষভ পন্তকে। জশস্বী জয়সওয়ালের সঙ্গে ৬২ রানের জুটি গড়া পন্ত লিটন কুমার দাসের হাতে ধরা পড়েন। ফেরার আগে ৫২ বলে ৩৯ রান করেন তিনি।
দারুণ লাইন-লেংথ আর সুইংয়ের মিশেলে ভারতের চার ব্যাটসম্যানকেই উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন হাসান। তিনটি ক্যাচ নেন লিটন, একটি নেন নাজমুল হোসেন শান্ত। একাই ভারতের চার উইকেট নেওয়া হাসান এখন পর্যন্ত ৯ ওভার বোলিং করেছেন। ২৭ ওভার শেষে ৪ উইকেটে ভারতের সংগ্রহ ৯৭ রান। জয়সওয়াল ৩৭ ও লোকেশ রাহুল ১ রানে ব্যাটিং করছেন।
হাসানের তোপ সামলে জয়সওয়াল-পন্তের ব্যাটে ভারতের প্রতিরোধ
বাংলাদেশের পেসার হাসান মাহমুদের তোপ সামলে দলে স্বস্তি ফিরিয়েছেন ভারতের ওপেনার জশস্বী জয়সওয়াল ও উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ঋষভ পন্ত। এ দুজনের দৃঢ়তায় আর কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে ভারত। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ২৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলে প্রথম সেশন শেষ করেছে স্বাগতিকরা।
চাপ কাটিয়ে দলের হাল ধরা জয়সওয়াল ও পন্ত ইতোমধ্যে ৫৪ রানের জুটি গড়েছেন। জয়সওয়াল ৬২ বলে ৩৭ ও পন্ত ৪৪ বলে ৩৩ রানে অপরাজিত আছেন। এ দুজনের লড়াইয়ের আগে কোণঠাসা অবস্থায় ছিল ভারত। ইনিংসের পঞ্চম ওভারে রোহিত শর্মাকে ফেরানো হাসান এক ওভার পরে শুভমান গিলের উইকেট তুলে নেন। আরেক ওভারের ব্যবধানে হাসানের শিকারে পরিণত হন বিরাট কোহলি।
৩৪ রানেই ৩ উইকেট তুলে নিয়ে ভারতকে দিক ভুলিয়ে দেন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুর্বার বোলিং করা হাসান। বাংলাদেশের ডানহাতি এই পেসার দুই দিকেই সুইং করিয়েছেন। নিয়ন্ত্রিত লাইন, লেংথে ব্যাটসম্যানকে প্রলুব্ধ করেছেন ব্যাট চালাতে। তার পাতা ফাঁদে পা দিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন রোহিত ও শুভমান। কোহলিও উইকেটের পেছনে ক্যাচ দেন। এখন পর্যন্ত ৭ ওভার বোলিং করেছেন হাসান, ৩ উইকেট শিকারে তার খরচা ১৪ রান।
রোহিত-শুভমানের পর কোহলিকেও ফেরালেন হাসান
এক ওভারের ব্যবধানে রোহিত শর্মা ও শুভমান গিলকে ফেরানোর পর আবারও আঘাত হানলেন দুর্দান্ত বোলিং করা হাসান মাহমুদ। শুরুতেই ভারতকে চাপে ফেলে দেওয়া বাংলাদেশের পেসারের শিকার এবার বিরাট কোহলি। হাসানের করা অফ স্টাম্পের বাইরে ব্যাট চালিয়ে লিটন কুমার দাসের হাতে ধরা পড়েন তিনি। ১১ ওভার শেষে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ৩৬ রান। যশস্বী জয়সওয়াল ১৮ রানে ব্যাটিং করছেন। ঋষভ পন্ত এখনও রানের খাতা খোলেননি।
রোহিতের পর শুভমানকেও ফেরালেন হাসান মাহমুদ, চাপে ভারত
টস ভাগ্য পক্ষে এলেও আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেননি নাজমুল হোসেন শান্ত। উইকেটে থাকা সুবিধা কাজে লাগাতে চেন্নাইয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক। তার সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করতে সময় নেননি বাংলাদেশের বোলাররা। শুরু থেকেই দারুণ বোলিং করতে থাকেন বাংলাদেশের পেসাররা, ষষ্ঠ ওভারে মিললো সাফল্যও।
এই ওভারে দারুণ এক ডেলিভারিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়েছেন হাসান মাহমুদ। বাংলাদেশ পেসারের বলে স্লিপে শান্তর হাতে ধরা পড়েন রোহিত। ১৯ বলে ৬ রান করেন তিনি। এরপর অষ্টম ওভারে লেগ স্টাম্পের বাইরে করা এক ডেলিভারিতে শুভমান গিলের উইকেটও পান হাসান।
যশস্বী জয়সওয়ালের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ৮ ওভার শেষে ২ উইকেটে ভারতের সংগ্রহ ২৯ রান। জয়সওয়াল ১৭ ও কোহলি ১ রানে ব্যাটিং করছেন।