প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেল বাংলাদেশ ক্রিকেট দল
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে কল করে পুরো দলকে অভিনন্দন জানান অন্তর্বর্তীকালীর সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দ্বিতীয় টেস্ট শেষে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দাঁড়িয়েই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন শান্ত। সেদিনই জানানো হয়, দেশে ফিরলে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে। বাংলাদেশ দল সেই সংবর্ধনা পেল আজ।
বৃহস্পতিবার তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছেন ড. ইউনুস। সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা পাকিস্তানে দলের সাফল্যকে ঐতিহাসিক বলে অভিহিত করেন। তিনি জানান, তাদের অর্জনে পুরো জাতি গর্বিত।
ক্রিকেটারদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, 'আমি জয়ের পর অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার সাথে দেখা করার এবং জাতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।'
একটি জাতিকে একত্রিত করার জন্য ক্রিকেটারদের খেলাধুলার শক্তির কথা স্মরণ করান ড. ইউনূস। এ সময় তিনি প্যারিস অলিম্পিকে একজন উপদেষ্টা এবং রাষ্ট্রদূত হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথাও জানান। প্রধান উপদেষ্টা জানান, মিলানো কর্টিনায় ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকেও সময় একই ধরনের ভূমিকা পালন করার জন্য ইতালি তাকে আমন্ত্রণ পেয়েছেন।
নিজ কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করার জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানান জাতীয় দলের অধিনায়ক শান্ত। তার কথা আরও সাফল্য অর্জনে দলকে উৎসাহিত করবে জানিয়ে তিনি বলেন, 'সব খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। এটা সত্যিই আমাদের অনুপ্রাণিত করবে।' খেলোয়াড় এবং কোচিং স্টাফদের কঠোর পরিশ্রমের ফল পাকিস্তান সফরে মিলেছে বলে জানান শান্ত।
দেশের কঠিন সময়ে সাফল্য বয়ে আনার জন্য খেলোয়াড়দের স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।