প্যারালিম্পিকে যেভাবে খেলা হয়েছে ‘ব্লাইন্ড সকার’
২০২৪ প্যারিস প্যারালিম্পিকস প্রমাণ করে চলেছে যে প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য ক্রীড়া জগত কতোটা বড়, অসাধারণ এবং অনেক সময় তারা কতটা উপেক্ষিত থেকে যান। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছে ব্লাইন্ড সকার বা বি১ ৫-এ-সাইড সকার, যেখানে দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়রা নিজেদের অন্যান্য সক্ষমতাগুলো দেখানোর সুযোগ পেয়ে থাকেন।
এটা ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশন (আইবিএসএ) নিয়ন্ত্রণাধীন। যা ১৯৮১ সালে প্যারিসে প্রতিষ্ঠিত হয়। কীভাবে এই ব্লাইন্ড সকার খেলা হয়, দেখে নেওয়া যাক।
বি১ ৫-এ-সাইড সকারের খেলার মাঠ
বি২/৩ ৫-এ-সাইড সকার এবং বি১ সকারের মধ্যে পার্থক্য আছে। বি২/৩-এ দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়রা অংশ নেয়, কিন্তু বি১-এ খেলোয়াড়রা সম্পূর্ণ অন্ধ। প্যারালিম্পিকে শুধুমাত্র বি১ সকার খেলা হয়। এই খেলা ৪০ মিটার লম্বা এবং ২০ মিটার চওড়া মাঠে হয়। মাঠের দুই পাশে ১ থেকে ১.৩ মিটার উঁচু বোর্ড থাকে, যাতে বল মাঠের বাইরে না যায়।
খেলোয়াড় সংখ্যা
প্রতিটি দলে চারজন অন্ধ খেলোয়াড় (যারা মুখোশ পরে খেলেন) এবং একজন গোলরক্ষক থাকেন। গোলরক্ষক দৃষ্টিশক্তিসম্পন্ন বা দৃষ্টি প্রতিবন্ধী হতে পারেন। গোলরক্ষককে তার নির্দিষ্ট জায়গায় থাকতে হয়, এবং তিনি তার দলকে আক্রমণ কীভাবে ঠেকানো যায় সেটির নির্দেশনা দেন। আক্রমণ করার সময়, খেলোয়াড়রা গোলের পিছনে থাকা একজন গাইডের সাহায্য নেন, যিনি পুরো মাঠের চিত্র দেখতে পান। বল মাঝমাঠে থাকলে কোচ নির্দেশনা দিতে পারেন। সাধারণ ফুটবল খেলার মতো এখানে অফসাইড নেই, তাই খেলায় সময়ক্ষেপণও তেমন হয় না।
বল এবং খেলার নিয়ম
গোলরক্ষক, গাইড এবং কোচ ছাড়া কেউ খেলার সময় কথা বলতে পারে না। কারণ, বলের ভেতরে ছোট ছোট আরও বল থাকে যেগুলো শব্দ করে থাকে, যা খেলোয়াড়দের বলের অবস্থান শনাক্ত করতে সাহায্য করে। দর্শকদেরও চুপচাপ থাকতে বলা হয়, যাতে খেলোয়াড়রা তাদের শ্রবণশক্তি কাজে লাগাতে পারে। গোল হলে দর্শকরা চিৎকার করতে পারেন।
ম্যাচের দৈর্ঘ্য
প্রতিটি বি১ ৫-এ-সাইড ম্যাচ ২০ মিনিটের দুটি অর্ধে বিভক্ত থাকে, মাঝখানে ১০ মিনিটের বিরতি থাকে।
খেলার ইতিহাস
প্রথম ৫-এ-সাইড ব্লাইন্ড সকার দক্ষিণ আমেরিকায় শুরু হয়। ব্রাজিল ১৯৮০ সালে প্রথমবারের মতো এই খেলার চ্যাম্পিয়নশিপ আয়োজন করে এবং প্যারালিম্পিকে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে তারাই সবসময় সোনা জিতেছে। এই খেলা পরে ইউরোপে ছড়িয়ে পড়ে এবং ১৯৮৬ সালে স্পেনে প্রথম ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। ২০০৪ সাল থেকে বি১ ৫-এ-সাইড সকার প্যারালিম্পিকের একটি আনুষ্ঠানিক খেলা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। ২০২৪ প্যারিস প্যারালিম্পিকে এই খেলা আইফেল টাওয়ারের নিচে একটি অস্থায়ী মাঠে অনুষ্ঠিত হচ্ছে।