সিরিজ জয়ের আরও কাছে বাংলাদেশ
অল্প সময়ের ব্যবধানে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক ফিরে গেলেও চাপে পড়তে হয়নি বাংলাদেশকে। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ব্যাটে ঐতিহাসিক সিরিজ জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ৫০ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৭০ রান, জয়ের জন্য দরকার আর ১৫ রান। মুশফিক ১৬ ও সাকিব ১২ রানে ব্যাটিং করছেন।
ফিরলেন শান্ত, সিরিজ জিততে বাংলাদেশের দরকার ৪৪ রান
ভাঙলো নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের জুটি। লক্ষ্য তাড়ায় তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন এ দুজন। শর্ট লেগে ধরা পড়ার আগে ৮২ বলে ৫টি চারে ৩৮ রান করেন শান্ত। ৩৯ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৪১ রান, সিরিজ জিততে দরকার আর ৪৪ রান। মুমিনুল ৩০ ও মুশফিকুর রহিম ৪ রানে ব্যাটিং করছেন।
সিরিজ জয় থেকে ৬৩ রান দূরে বাংলাদেশ
দুটি উইকেট হারালেও ঠিক পথেই আছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়ের পথে এগিয়ে যাচ্ছে সফরকারীরা। প্রথমবারের মতো দলটির বিপক্ষে টেস্ট সিরিজ জেতার আশায় বাংলাদেশ। ম্যাচটি জিতলে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করবে তারা।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চলমান টেস্টে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৩৪ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১২২ রান। ঐতিহাসিক সিরিজ জয় থকে আর ৬৩ রান দূরে তারা। শান্ত ৬৮ বলে ৩৩ ও মুমিনুল ৪৬ বলে ২০ রানে ব্যাটিং করছেন।
উইকেট উপহার দিয়ে ফিরলেন সাদমান
পাকিস্তানের পেসার মীর হামজার দারুণ ডেলিভারিতে জাকির হাসান ফেরার পর আরেক ওপেনার সাদমান ইসলাম অনিকও বেশি সময় টিকতে পারলেন না। তিনি অবশ্য নিজের উইকেটটি বিলিয়ে এসেছেন। খুররাম আহমেদের বলে মিড অফে থাকা শান মাসুদের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন সাদমান।
৫১ বলে ২টি চার ২৪ রান করে আউট হন বাঁহাতি এই ওপেনার। ২০ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮০ রান। জয়ের জন্য আরও ১০৫ রান দরকার তাদের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৮ বলে ৫ ও মুমিনুল হক ১২ বলে ৯ রানে ব্যাটিং করছেন।
হামজার দারুণ ডেলিভারিতে ফিরলেন জাকির
হাসান মাহমুদ, নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্য নাগালে রেখে দারুণ শুরু করে বাংলাদেশ। চতুর্থ দিন ৭ উইকেটে বিনা উইকেটে উইকেটে ৪২ রান তোলে তারা। পথটা আরও এগিয়ে থাকতে পারতো, কিন্তু বৃষ্টির হানায় তা হয়নি। ৪৬ ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ হয়।
শঙ্কা তৈরি হলেও আজ ঠিক সময়েই খেলা শুরু হলো। ইতিহাস গড়ে সিরিজ জয়ের পথে আরও ১৪৩ রান তোলার মিশনে মাঠে নামেন আগের দিনের দুই অপরাজিত ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম অনিক। আজও সাবলীল মনে হচ্ছিল দুজনকে। তবে চাপ বাড়িয়ে এই জুটি ভেঙে দিল পাকিস্তান।
মীর হামজার দারুণ এক ডেলিভারিতে উপড়ে যায় জাকিরের স্টাম্প। আগের দিন ওয়ানডে স্টাইলে রান তোলা বাঁহাতি এই ব্যাটসম্যান ৩৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪০ রান করে আউট হন। উইকেটে সাদমানের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১৭ ওভার শেষে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৮ রান। জয়ের জন্য সফরকারীদের দরকার আরও ১১৭ রান। সাদমান ৪৮ বলে ২২ ও শান্ত ১৫ বলে ৪ রানে ব্যাটিং করছেন। সাদমান অবশ্য ফিরে যেতে পারতেন। কিন্তু ১৭তম ওভারে হামজার বলে তার তোলা ক্যাচটি নিতে পারেননি স্লিপে ফিল্ডিং করা সালমান আগা।
জাকির ফিরলেও সাদমানের সঙ্গে জুটি গড়ে দলকে অনেকটা পথই এগিয়ে দিয়েছেন জাকির। উদ্বোধনী জুটি থেকে বাংলাদেশ পেয়েছে ৫৮ রান। যা এই সিরিজে তাদের সর্বোচ্চ। প্রথম টেস্টে বাংলাদেশে উদ্বোধনী জুটি থেকে আসে ৩১ রান। পরের ইনিংসে ৩০ রানের লক্ষ্য বিনা উইকেটে পাড়ি দেয় তারা। এই টেস্টের প্রথম ইনিংসে জাকির-সাদমান যোগ করেন ১৪ রান।