তাসকিন-মিরাজে চাপে পাকিস্তান, বাবরকে ফেরালেন সাকিব
কুঁচকির চোটে ছিটকে গেলেন শরিফুল ইসলাম, তার জায়গায় সুযোগ পাওয়া তাসকিন আহমেদ এক বছরেরও বেশি সময় পর একাদশে ফিরেই তুলে নেন উইকেট। প্রথম ওভারেই ডানহাতি এই পেসারের শিকার আবদুল্লাহ শফিক। এরপরও অবশ্য চাপ সামলে গুছিয়ে নিয়েছিল পাকিস্তান। কিন্তু তাসকিন ও ডানহাতি অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের তোপে আরও তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে পাকিস্তান।
স্বাগতিকদের চাপ আরও বাড়ালেন সাকিব আল হাসান। অভিজ্ঞ এই স্পিনার ফিরিয়ে দিয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমকে। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা পাকিস্তান ৫৫ ওভার শেষে ৫ উইকেটে ১৮৩ রান তুলেছে। মোহাম্মদ রিজওয়ান ১৮ ও সালমান আগা শূন্য রানে ব্যাটিং করছেন।
বৃষ্টির কারণে এই টেস্টের প্রথম দিন একটি বলও মাঠে গড়ায়নি, হয়নি টসও। দ্বিতীয় দিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শরিফুলের জায়গায় সুযোগ পাওয়া তাসকিন ইনিংসের প্রথম ওভারেই শফিকের স্টাম্প উপড়ে নেন। দারুণ পেস ও সুইংয়ে পাকিস্তান ওপেনারকে পরাস্থ করেন গত বছরের জুনের পর প্রথমবারের মতো টেস্ট খেলতে নামা এই পেসার।
এরপর প্রতিরোধ গড়ে তোলেন সাইম আউয়ুব ও অধিনায়ক শান মাসুদ। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ১০৬ রান। এ পথে দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। দলীয় ১০৭ রানে শানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিরাজ। সাজঘরে ফেরার আগে ৬৯ বলে ২টি চারে ৫৭ রান করেন পাকিস্তান অধিনায়ক। পাঁচ ওভার পর আবারও মিরাজের ছোবল, এবার তার শিকার ১১০ বলে ৪টি চার ও ২টি চক্কায় ৫৮ রান করা সাইম।
সৌদ শাকিলকে সাবলীল মনে হলেও তাকে টিকতে দেননি তাসকিন, ১৬ রান করে ফেরেন শাকিল। ১৫১ রানে ৪ উইকেট হারানো দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তারকা জুটি বাবর-রিজওয়ান। কিন্তু সাকিবের বাধায় তাদের মিশন সফল হয়নি। এলবিডব্লিউর ফাঁদে ফেরে ৩১ রান করা বাবরকে ফেরান বাংলাদেশ অলরাউন্ডার। আরও দুটি উইকেট মিলতে পারতো। কিন্তু সাকিব ও তরুণ পেসার নাহিদ রানার বলে ওঠা ক্যাচ মাটিতে ফেলেছে বাংলাদেশ।