পাকিস্তান সফর শেষে হাথুরুসিংহের ভাগ্য নির্ধারণ
সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার পর তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে উকিল নোটিশ পাঠানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। কিন্তু বিসিবি সভাপতি জানান, টেস্ট চলাকালীন কোনো সিদ্ধান্ত নয়, এমনকি সিরিজের মাঝপথে তাকে ফিরিয়ে আনারও উপায় নেই। জাতীয় দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের ব্যাপারেও অপেক্ষা করতে চান তিনি, সিরিজ চলাকালীন নিতে চান না কোনো সিদ্ধান্ত।
বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার আগেই হাথুরুসিংহেকে না রাখার ব্যাপারে মন্তব্য করেন ফারুক। এক সাক্ষাৎকারে ফারুক জানান, তাকে বাংলাদেশের প্রধান কোচের পদে রাখার কোনো কারণ দেখেন না তিনি। সভাপতি হয়ে জানান কোচের ব্যাপারে তার ভাবনা বদলায়নি। কদিন পর আজ একই অবস্থানের কথা বললেও সিরিজ শেষ হওয়ার অপেক্ষায় তিনি।
বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভায় হাথুরুসিংহের ব্যাপারে আলাপ হয়েছে বলে জানান ফারুক। সিরিজ শেষে কোচের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, 'হাথুরুসিংহের ব্যাপারে আলাপ হয়েছে আমাদের। শেষবার সাকিব আল হাসানের (হত্যা মামলার) ব্যাপারে বলেছিলাম যে, টেস্ট ম্যাচের মাঝে কোনো কিছু করতে চাই না। এখন বলতে হচ্ছে সিরিজের মধ্যে… একটা স্বায়ত্তশাসিত সংস্থার কর্তা হয়ে যে কোনো কিছু আপনি করতেই পারেন। কিন্তু আমাদের চিন্তা করতে হবে, অন্য কিছুকে যেন ডিস্টার্ব না করি।'
বিসিবি সভাপতি মনে করালেন এখন সিদ্ধান্ত নিতে পারছেন না বলে যে কখনও নিতে পারবেন না, তেমন নয়। তার ভাষায়, 'তার মানে এই নয় যে, ডিস্টার্ব কখনোই করতে পারব না। আমাদের জন্য যেটা সেরা সিদ্ধান্ত হবে… এই টেস্ট সিরিজ যাক, আমরা আলোচনা করছি, সবার মতামত নিচ্ছি, আমরা চেষ্টা করব। এটা তো তদন্তের মতোই যে, কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। আমরা ভালো করে দেখে তারপর একটি সিদ্ধান্ত নেব। আমরা নিশ্চিত যে, কিছু একটা দেখতে পাবেন নিকট ভবিষ্যতে।'
সিরিজের মাঝেই হাথুরুসিংহের ব্যাপারে সিদান্ত নিতে সমস্যা কোথায়, এমন প্রশ্ন উঠলে বিসিবি সভাপতি বলেন, 'যখন কেউ একটা সংগঠনের প্রধান হয়… আমি আসলে স্বেচ্ছাচারি হতে চাই না। আপনারা আমার কাজের ধরন জানেন। আমার কাজের ধরন আগে যে রকম ছিল, এখনও সে রকম আছে। ওটা আমি অনুসরণ করব। স্রেফ সাত দিন গেল, আর সাত দিন, ১৪ দিন পর একটা সিদ্ধান্ত হতে পারে। তাই না?'
হাথুরুসিংহে অবশ্য বিসিবির নেতৃত্বে আসা নতুনদের সঙ্গে কথা বলার অপেক্ষায়। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে তিনি বলেছেন, 'আমি বুঝতে পারছি যে, নেতৃত্বে কিছু নতুন মুখ এসেছে। তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারছি। তবে আমি (বাংলাদেশে গিয়ে) তাদের সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষায় আছি।' পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতে এগিয়ে যাওয়া বাংলাদেশ কাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে।