টেস্ট স্কোয়াডে নতুন মুখ নাহিদ রানা, ফিরলেন লিটন
আশা জাগিয়েও টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জেতে শ্রীলঙ্কা। প্রিয় ফরম্যাট ওয়ানডেতে অবশ্য বিজয় নিশান গেড়েছে বাংলাদেশ। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে তানজিদ হাসান তামিমের দারুণ ইনিংসের পর রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে নাজমুল হোসেন শান্তর দল।
লড়াই এবার টেস্টে, আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন দ্রুত গতিসম্পন্ন ডানহাতি তরুণ পেসার নাহিদ রানা।
এই ম্যাচ দিয়ে টেস্ট দলে ফিরেছেন লিটন কুমার দাস। গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা বাংলাদেশের সর্বশেষ সিরিজে ছুটিতে ছিলেন তিনি।আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া অনভিষিক্ত মুশফিক হাসানকে নেওয়া হয়েছে দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন হাসান মুরাদ, নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া নাহিদ নজরে আসেন সর্বশেষ বিপিএলে গতির ঝড় তুলে। খুলনা টাইগার্সের হয়ে দুটি ম্যাচ খেলা ২১ বছর বয়সী এই পেসার সব মিলিয়ে ৪২টি বল করেন, এর মধ্যে ১৭টি বলই ১৪০ কিলোমিটারের বেশি গতিতে করেন তিনি। সর্বোচ্চ গতি তোলেন ১৪৮ কিলোমিটার। ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা নাহিদ ২৬ ইনিংস ৬৩ উইকেট নিয়েছেন।
স্কোয়াড নিয়ে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, 'আমরা মনে করি যে প্রথম টেস্টের জন্য বাছাই করা স্কোয়াডটি ভারসাম্যপূর্ণ। আমাদের টেস্ট দলটি গোছালো এবং এখানে একমাত্র নতুন মুখ নাহিদ রানা। ছুটিতে থাকায় সবশেষ টেস্ট না খেলা লিটন ফিরেছে। সব বিভাগেই ব্যাকআপ আছে, ভালোভাবে সাজানো হয়েছে। আমার মনে হয় দলটি যেকোনো কন্ডিশনে মানিয়ে নিতে সমর্থ।'
নাহিদকে দলে নেওয়ার ব্যাখ্যায় সাবেক এই স্পিনার বলেন, 'রানা দারুণ সম্ভাবনাময় একজন ক্রিকেটার। এই মুহূর্তে ও সম্ভবত বাংলাদেশের দ্রুততম বোলার এবং খাড়া বাউন্স করতে পারে। শুরুর দিকে হলেও ওর প্রথম-শ্রেণির রেকর্ড দুর্দান্ত। দলে আরেক তরুণ পেসার মুশফিক হাসান আছে। ইবাদত চোটের কারণে বাইরে, তাসকিনও এই মুহূর্তে টেস্ট খেলছে না। আমার মনেহয় অভিজ্ঞতা সঞ্চয়ে রানা-মুশফিকদের জন্য এটাই সঠিক সময়।'
রাজ্জাক আরও বলেন, 'আমাদের এখন ভারসাম্যপূর্ণ টেস্ট স্কোয়াড আছে। লিটনের ফেরাটা ব্যাটিং বিভাগকে শক্তিশালী করেছে। সে অভিজ্ঞ এবং তার সামর্থ্যের ওপর আস্থা আছে আমাদের। আমরা শাহাদাত হোসেন দিপুর মতো খেলোয়াড়কেও সমর্থন দিতে চাই, যে আমাদের ভবিষ্যতের ব্যাটসম্যান।'
প্রথম টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দীপু, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।