জয়ের সুবাতাস বইছে বাংলাদেশ শিবিরে
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে দ্বিতীয় জয় পাওয়ার খুব কাছে বাংলাদেশ। সিলেটে কিউইদের হারাতে আর মাত্র তিনটি উইকেট দরকার স্বাগতিকদের। অপরদিকে জয়ের জন্য আরও ২১৯ রান প্রয়োজন নিউজিল্যান্ডের।
৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ভীষণ চাপে পড়েছে নিউজিল্যান্ড। ৬০ রান তুলতেই পাঁচ উইকেট হারায় কিউইরা। জয়ের সুবাস পাওয়া শুরু করে বাংলাদেশ।
তৃতীয় দিন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে। চতুর্থ দিনে এসে সেটি আরো মজবুত করেছে নাজমুল হাসান শান্তর দল। পঞ্চম ও শেষদিনের প্রথম সেশনেই বাকি কাজ সেরে ফেলতে চাইবেন বাংলাদেশের বোলাররা।
আগের ইনিংসে সেঞ্চুরি করা কেন উইলিয়ামসনকে দ্রুত ফিরিয়ে নিউজিল্যান্ডকে প্রথমেই চাপে ফেলেছেন তাইজুল ইসলাম। ওপেনার টম লাথামকে কোনো রান না করতে দিয়েই সাজঘরে ফিরিয়েছেন শরীফুল ইসলাম।
এরপরের ব্যাটসম্যানরাও দাঁড়াতে পারেননি। ডেভন কনওয়ে ২২ ও টম ব্লান্ডেল ৬ রান করে ফিরে গেছেন। হেনরি নিকোলস করেছেন মাত্র ২ রান।
দিনশেষে সাত উইকেট হারিয়ে ১১৩ রান তুলেছে নিউজিল্যান্ড। ক্রিজে আছেন ডেরিল মিচেল ও ইশ সোধি। নিউজিল্যান্ডের ইনিংসে ধ্বংসজ্ঞ চালিয়েছেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনার চারটি উইকেট শিকার করেছেন।