পেনাল্টি পেয়েও রেফারিকে সিদ্ধান্ত বদলানোর ইশারা রোনালদোর
ফুটবল মাঠে এক অচেনা ক্রিশ্চিয়ানো রোনালদোর দেখা মিলল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। পারসেপোলিসের বিপক্ষে আল-নাসেরের ম্যাচে ডি-বক্সের ভেতর রোনালদোকে ফাউল করা হয়, রেফারির দৃষ্টিতে যেটি পেনাল্টি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। রোনালদোর ক্যারিয়ারের কথা চিন্তা করলে, এমন সুযোগ হাতছাড়া তিনি কখনোই করেননি।
বরং প্রতিপক্ষের ডি-বক্সে ইচ্ছাকৃত ডাইভ দিয়ে পেনাল্টি আদায় করার অনেক উদাহরণ আছে রোনালদোর ক্যারিয়ারে। কাতার বিশ্বকাপেই তো সতীর্থ ব্রুনো ফার্নান্দেজের গোলকে নিজের মনে করে বুনো উদযাপন করেছেন, পরে ভিএআরের সাহায্য নিয়ে দেখা যায়, রোনালদো বলে স্পর্শই করেননি।
সে হিসেবে পেনাল্টি পেয়ে খুশিই হওয়ার কথা সিআর সেভেনের, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রোনালদো রেফারির দিকে ইশারা করে বোঝাতে চাইলেন, এটি পেনাল্টি দেওয়ার মতো ফাউল নয়। ভিএআরের মাধ্যমে রেফারি এরপর পেনাল্টির সিদ্ধান্ত বদলান।
ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হলেও নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে উঠেছে আল-নাসের। মৌসুমের প্রথম দুই ম্যাচ হারের পর এ নিয়ে টানা ২০ ম্যাচ অপরাজিত রোনালদোর দল।