ব্যাটে ফিলিস্তিনের পতাকা ব্যবহার করায় শাস্তি পেলেন আজম খান
ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে গত কয়েক মাস ধরে ঝড় চলছে সারা বিশ্বে। ক্রিকেটার, ফুটবলার সহ ভক্ত-সমর্থকেরা নানাভাবে প্রতিবাদ করে যাচ্ছেন এই যুদ্ধের বিরুদ্ধে।
সেরকমই এক প্রতিবাদ জানাতে আজম খানকে পেতে হয়েছে শাস্তি। নিজের ব্যাটে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে নামায় ম্যাচ ফির অর্ধেক জরিমানা করা হয়েছে সাবেক পাকিস্তান ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খানের।
করাচিতে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে করাচি হোয়াইটস ও লাহোর ব্লুজের মধ্যে ম্যাচ ছিল গতকাল। করাচি হোয়াইটসের হয়ে খেলা আজম খান তার ব্যাটে ফিলিস্তিনের পতাকা ব্যবহার করেছেন। আর এজন্যই ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে মঈন খানের ছেলেকে।
আজমকে ফিলিস্তিনের পতাকা ব্যবহার না করার জন্য ম্যাচ রেফারি সতর্ক করেছিলেন। কারণ এটি আইসিসির আচরণবিধির মধ্যে পরে না। পাকিস্তানের গণমাধ্যম বলেছে, ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে এর আগের দুই ম্যাচেও আজম খান ফিলিস্তিনের পতাকা লাগিয়ে খেলেছেন। ভবিষ্যতে একই কাজ নিয়ে আবার করলে তাকে নিষিদ্ধ করা হতে পারে।