ভেনেজুয়েলার ফুটবলারদের পেটানো ও অপরহণ করার অভিযোগ পেরুর পুলিশের বিরুদ্ধে
মারাকানায় ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচে জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে পুলিশের হাতে মার খেয়েছেন আর্জেন্টিনার সমর্থকেরা। দুই চিরপ্রতিদ্বন্দীর লড়াইয়ের কারণে ফুটবল বিশ্বের নজরও ছিল সেদিকেই। এদিকে এই ঘটনার রাতেই এর থেকেও বড় ঘটনা ঘটেছে পেরুতে।
বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল পেরু। ভেনেজুয়েলা দলের দাবি, ম্যাচ শেষে পেরুর পুলিশ পিটিয়েছে তাদের ফুটবলারদের। এখানেই শেষ নয়, ভেনেজুয়েলা ফুটবল দল অভিযোগ করেছে, তাদের বিমান আটকে রেখে খেলোয়াড়দের 'অপহরণ' করেছিল পেরুভিয়ানরা।
বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, ভেনেজুয়েলার খেলোয়াড়েরা অভিযোগ করেছেন- ম্যাচ শেষে নিজেদের সমর্থকদের সঙ্গে অভিবাদন দেওয়া-নেওয়া করার সময় পেরুর পুলিশের কাছে মার খেয়েছেন তারা। পেরু থেকে ভেনেজুয়েলার খেলোয়াড়দের বহনকারী উড়োজাহাজ যাত্রা করতেও বিলম্ব করেছে।
এদিকে ভেনেজুয়েলা সরকার পেরুর বিরুদ্ধে তাদের জাতীয় দলকে 'অপহরণ'–এর অভিযোগ তুলে বলেছে, খেলোয়াড়রা যে উড়োজাহাজে ভ্রমণ করছেন সেটিতে জ্বালানি নিতে দেওয়া হয়নি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই ঘটনাকে 'জেনোফোবিয়া' হিসেবে আখ্যা দিয়েছেন।
এই ঘটনা নিয়ে মাদুরো বলেন, 'পেরুর জনগণ বর্ণবাদী আচরণ করেছে। আমাদের দুর্দান্ত দলটির সাথে জেনোফোবিয়া দেখিয়েছে। অন্য দেশের নাগরিকের প্রতি বিদ্বেষমূলক মনোভাব দেখানো এবং সহিংসতার বিরুদ্ধে সবসময়ই ভেনেজুয়েলা প্রতিবাদ করে আসছে।'