রাতে সিলেট যাচ্ছে বাংলাদেশ দল
বিশ্বকাপের লম্বা যাত্রা শেষে বিশ্রামের জন্য বেশি সময় মেলেনি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে দল দুটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে বাংলাদেশে আসা নিউজিল্যান্ড সিলেট চলে গেছে, কয়েকজন যাবেন আজ রাতে। বাংলাদেশও রাতের ফ্লাইটে প্রথম টেস্টের ভেন্যু সিলেটে যাবে। সেখানে বৃহস্পতিবার থেকে অনুশীলন করবে দুই দল।
টেস্ট সিরিজের আগে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু তাদের বোর্ডের অনুরোধে প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়। বিশ্বকাপের পরপরই সিরিজ হওয়ায় ক্রিকেটারদের কয়েক দিনের বিশ্রাম নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয় দেশটি।
২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৬ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই সিরিজটি ২০২৩-২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, নতুন চক্রে এটাই প্রথম সিরিজ বাংলাদেশের।
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাঁ হাতের তর্জনীতে চোট পাওয়ায় এই সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার অবর্তমানে অধিনায়কত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
নেতৃত্বে থাকতে পারতেন টেস্টের সহ-অধিনায়ক লিটন কুমার দাস। কিন্তু সদ্যজাত সন্তান ও স্ত্রীর পাশে থাকতে এক মাসের ছুটি নিয়েছেন তিনি। কিউইদের বিপক্ষে সিরিজে খেলছেন না বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। এ ছাড়া চোটের কারণে খেলা হচ্ছে না দুই পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেনের।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।
নিউজিল্যান্ড স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আইজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং ও নিল ওয়াগনার।