লড়াই করেও শেষ ওভারে হার বাংলাদেশের যুবাদের
ভিজয়ওয়ারার মুলাপাড়ুতে চার দলের যুব ওয়ানডে সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৩ রানে হেরেছে বাংলাদেশ। ৩২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতে ৩০৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশের যুবারা। তিন ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় পরাজয়, অপরদিকে ইংলিশরা প্রথম জয়ের দেখা পেয়েছে।
অষ্টম উইকেট জুটিতে ৫৫ বলে ৮৩ রান যোগ করে বড় লক্ষ্যের পেছনে ছোটা বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগান পারভেজ এবং ওয়াসি। ৪৬তম ওভারের শেষ বলে পারভেজের বিদায়ে ভাঙে এই জুটি। তখনও জয়ের জন্য ২৪ বলে প্রয়োজন ছিল ৩১ রান। যা শেষ পর্যন্ত করতে পারেনি বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক আহরার। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আশিকুর রহমান এবার থামেন ৬২ রানে। শেষ দিকে আশা জাগানো পারভেজ খেলেন ৬০ রানের ইনিংস। ইংল্যান্ডের হয়ে পাঁচ উইকেট নেন এডওয়ার্ড জ্যাক। মিচেল কিল্লির নেন তিন উইকেট।
এদিকে আগে ব্যাট করা ইংলিশদের দুই ওপেনারকে দ্রুতই সাজঘরে ফেরায় বাংলাদেশ। চাপ সামলে তৃতীয় উইকেটে ২২২ রানের জুটি গড়েন নোয়া থেইন ও হামজা শেখ। ১৪ চার ও পাঁচ ছক্কায় ১১৯ বলে ১২৬ রানের ইনিংস খেলেন হামজা।
সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৮ রানে আউট হন থেইন। ১১৩ বলের ইনিংসে ৭ চারের সঙ্গে দুটি ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ইকবাল হোসেন। এছাড়া মারুফ মৃধা পেয়েছেন তিনটি উইকেট। একই মাঠে আগামী সোমবার ভারত অনূর্ধ্ব-১৯ 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।