সাকিবকে পাথর ছুড়ে মারার হুমকি ম্যাথুসের ভাইয়ের
বাংলাদেশের বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথুসের 'টাইমড আউট' নিয়ে আলোচনা যেন সবার মুখেই। এতে নতুন এক মাত্রা যোগ করলেন শ্রীলঙ্কান এই ব্যাটসম্যানের ভাই ট্রেভিন ম্যাথুস।
ট্রেভিন রীতিমতো পাথর ছুঁড়ে মারার হুমকি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে। বাংলাদেশ অধিনায়কের সমালোচনা করতে গিয়ে সরাসরি হুমকি দিয়েছেন ম্যাথুসের ভাই ট্রেভিন। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের সঙ্গে কথা বলার সময় এমন প্রতিক্রিয়া দেখান তিনি।
ট্রেভিন বলেন, 'আমরা খুবই হতাশ। বাংলাদেশ অধিনায়কের কোনো খেলোয়াড়ি চেতনা নেই এবং প্রতিপক্ষের প্রতি সম্মানও নেই।'
ট্রেভিন যোগ করেন, 'শ্রীলঙ্কায় সাকিবকে স্বাগত জানানোর সুযোগ নেই। সে যদি এখানে কখনো ম্যাচ খেলতে আসে, তার দিকে পাথর ছুড়ে মারা হবে। অথবা তাকে সমর্থকদের তোপের মুখে পড়তে হবে।"
টাইমড আউট হওয়া ম্যাথুস নিজের এর আগে বলেছেন, কোনো দল এতটা নিচে নেমে যেতে তা ভাবতে পারেননি তিনি। এবার তার ভাই সেটিকে আরেক ধাপ এগিয়ে নিলেন।