‘টাইমড আউট’ সম্পর্কে ম্যাথুসকে সতর্ক করেছিলেন আম্পায়ার
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে 'টাইমড আউট' হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এভাবে আউট হওয়ায় যারপরনাই হতাশ লঙ্কান অভিজ্ঞ এই অলরাউন্ডার ম্যাচের পর সাকিব আল হাসানের চরম সমালোচনা করেন। বাংলাদেশ দলকে নিয়েও বলতে ছাড় দেননি তিনি।
ম্যাথুসের হতাশা সংবাদ সম্মেলনে গিয়ে ক্ষোভে রূপ নেয়। সাকিবের প্রতি অনেক সম্মান থাকলেও এই ঘটনার পর আর একটুও নেই বলে জানান তিনি। অথচ 'টাইমড আউট' সম্পর্কে জানতেন তিনি। মাঠে ঢোকার পর আম্পায়ার তাকে এ সম্পর্কে সতর্ক করেছিলেন।
নিজেদের প্রতিবেদনে এমনই লিখেছে ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। ২৫তম ওভারে সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পর মাঠে ঢোকেন ম্যাথুস। এ সময় অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ তাকে জানান, প্রথম বল মোকাবিলা করার জন্য তার ৩০ সেকেন্ড সময় আছে।
পপিং ক্রিজে গেলেও নিয়ম অনুযায়ী দুই মিনিটের মধ্যে প্রথম বল মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিলেন না ম্যাথুস। এ সময় আঁটসাঁট করতে গিয়ে তার হেলমেটের ফিতা ছিঁড়ে যায়। ইশারা করে নতুন হেলমেট আনতে বলেন লঙ্কান এই অলরাউন্ডার, একজন হেলমেট নিয়ে মাঠেও যান। কিন্তু ততোক্ষণে দুই মিনিট পেরিয়ে যায়।
বিষয়টি নজরে পড়ে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। শুরুতে তিনি আম্পায়ার মারাই ইরাসমাসকে জানান। পরে সাকিবকে 'টাইমড আউট'- এর জন্য আবেদন করতে বলেন। সাকিব আবেদন করলে আম্পায়াররা তাকে নিশ্চিত করতে বলেন, সাকিব জানান তিনি আবেদন করেছেন।
হেলমেটের ছেঁড়া ফিতা দেখিয়ে আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করেন ম্যাথুস। সাকিবের কাছেও এগিয়ে যান তিনি, কিন্তু তাকে আম্পায়ারদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন বাংলাদেশ অধিনায়ক। এরপর নিয়ম অনুযায়ী ম্যাথুসকে আউট ঘোষণা করা হয়।
দুই মিনিট পার হওয়ার পর ইরাসমাস ও ইলিংওর্থকে ব্যাপারটি জানান টিভি আম্পায়ার নিতিন মেনন। ম্যাথুস নতুন হেলমেট পেতে পেতে আড়াই মিনিট পার হয়ে যায়। সাকিব আবেদন না করলে আড়াই মিনিট পরই খেলা শুরু হতো, ফিল্ডিং করা দলকে জানাতো না আম্পায়াররা। কিন্তু সাকিব আবেদন করায় সিদ্ধান্ত নিয়ে হয় আম্পায়ারদের।