বিপর্যয়ের পর একাই লড়ে যাচ্ছেন ম্যাক্সওয়েল
৪৯ রানেই নেই ৪ উইকেট, আজমতউল্লাহ ওমরজাই তখন হ্যাটট্রিক বলটি করবেন। এমন সময়ে উইকেটে যান গ্লেন ম্যাক্সওয়েল। ওই বল থেকে নিজেকে বাঁচালেন ডানহাতি এই ব্যাটসম্যান, পরে পেলেন তিনটি জীবন। সুযোগ কাজে লাগিয়ে একাই লড়াই চালিয়ে যাওয়া ম্যাক্সওয়েল সেঞ্চুরি তুলে নিয়েছেন।
অধিনায়ক প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। ৩৮ ওভার শেষে ৭ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২১৬ রান। জয়ের জন্য ৭২ বলে ৭৬ রান দরকার তাদের। ম্যাক্সওয়েল ১২৬ ও কামিন্স ১১ রানে ব্যাটিং করছেন।
৫ উইকেট তুলে নিয়ে অজিদের চোখ রাঙাচ্ছে আফগানিস্তান
এবারের বিশ্বকাপে রূপকথা লিখে যাচ্ছে আফগানিস্তান। সাত ম্যাচে ৪ জয় তুলে নেওয়া দেশটির দৃষ্টি সেমি-ফাইনালে। নিজেদের অষ্টম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও দারুণ লড়ছে তারা।
আগে ব্যাটিং করে ৫ উইকেটে ২৯১ রান তোলা আফগানিস্তান বল হাতে ছড়ি ঘোরাচ্ছে। ৬৯ রানেই ৫ উইকেট তুলে নিয়ে অজিদের কোণঠাসা করে ফেলেছে আফগানরা।
দেশটির দুই পেসার নাভিন-উল-হক ও আজমতউল্লাহ ওমরজাই ২টি করে উইকেট নিয়েছেন। ট্রাভিস হেড, মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, জশ ইংলিসের পর রান আউটে কাটা পড়েন মার্নাস লাবুশেন।
গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসের ব্যাটে চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৫ ওভার শেষে ৫ উইকেটে তাদের সংগ্রহ ৭৩ রান। ম্যাক্সওয়েল ১১ ও স্টয়নিস ১ রানে ব্যাটিং করছেন।