২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
২০৩০ ফুটবল বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ করলেও পরে আর বিড করেনি সৌদি আরব। তবে এরপরের বিশ্বকাপই অর্থাৎ ২০৩৪ ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে সৌদি আরবেই।
২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও সৌদি আরবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। তবে অস্ট্রেলিয়া বিড না করার সিদ্ধান্ত নেওয়ায় সৌদি আরবের আয়োজনে আর কোনো বাধা থাকল না।
এতে করে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনে একমাত্র বিডকারী হিসেবে সৌদি আরবই থাকছে। ফিফার আনুষ্ঠানিক ঘোষণার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে।
গত কয়েক বছর ধরেই ক্রীড়াঙ্গনে প্রচুর অর্থ ব্যয় করছে দেশটি। নতুন করে ঢেলে সাজাচ্ছে তাদের ক্রীড়াঙ্গন। সৌদি প্রো লিগে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, সাদিও মানের মতো তারকারা।
শুধু ফুটবল নয় অন্যান্য খেলাতেও দুই হাত উজাড় করে ব্যয় করছে তারা। এবার বিশ্বকাপ আয়োজনের পথেও অনেকটাই এগিয়ে গেল সৌদি আরব।