ভারতকে অল্পতেই আটকালো ইংল্যান্ড

টিকে থাকতে হলে বাকি সব ম্যাচ জিততেই হবে, এমন সমীকরণের সামনে ইংল্যান্ড। সেই কঠিন পথে প্রথম প্রতিপক্ষ স্বাগতিক ভারত। সব মিলিয়ে প্রচন্ড চাপের মুখে জেগে উঠেছে ইংল্যান্ড। লাখনৌতে স্বাগতিক ভারতকে অল্প রানেই বেধে ফেলেছেন ইংলিশ বোলাররা।
নির্ধারিত ৫০ ওভার খেলে নয় উইকেট হারিয়ে ২২৯ রান তুলতে পেরেছে ভারত। এই ম্যাচসহ বাকি সব ম্যাচ জিতলে সেমি-ফাইনালে খেলার আশা বেঁচে থাকবে ইংল্যান্ডের।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এই বিশ্বকাপে ভারতের জেতা পাঁচ ম্যাচের সবকটিই রান তাড়া করে। সেজন্যই ঝুঁকি নিতে চাইলেন না বাটলার। আর প্রথমবারের মতো আগে ব্যাট করে ব্যর্থ ভারতের ব্যাটিং লাইনআপ। কেবল অধিনায়ক রোহিত শর্মাই লড়াই করেছেন কিছুটা। সাথে সূর্যকুমার যাদব আর লোকেশ রাহুল সঙ্গ দিয়েছেন।
মাত্র ৪০ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। নয় বলে শূন্য রান করে বিদায় নেনে বিরাট কোহলি। এরপর রাহুলকে নিয়ে পরিস্থিতি সামাল দেন রোহিত। দুজনের ৯১ রানের জুটি ভাঙে রাহুল ৫৮ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরে গেলে। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন রোহিত শর্মা। ১০১ বলের ইনিংসে ১০টি চার ও তিনটি ছয় মারেন রোহিত।
এরপর সূর্যকুমারের ৪৭ বলে ৪৯ রানের ইনিংস ভারতের পুঁজিকে সম্মানজনক জায়গায় নিয়ে যায়। চারটি চার ও একটি ছয় মারেন এই ডানহাতি ব্যাটসম্যান।
ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইনআপকে দমিয়ে রাখতে অসাধারণ বোলিং করেছেন ইংলিশ বোলাররা। ৪৫ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন ডেভিড উইলি। দুটি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও লেগ স্পিনার আদিল রশিদ।