আরেকটি সেঞ্চুরিতে ওয়াহ-গাঙ্গুলীদের পাশে ডি কক
বিশ্বকাপে দারুণ সময় কাটছে কুইন্টন ডি ককের। বিশ্বকাপে তার সেঞ্চুরি তিনটি, সবগুলোই এবার করেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি এই ওপেনার। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ, ভারতের সৌরভ গাঙ্গুলীদের পাশে নাম লেখালেন তিনি। এই তালিকায় আছেন আরও দুই অস্ট্রেলিয়ান ম্যাথু হেইডেন ও ডেভিড ওয়ার্নার।
ডি ককের আগে এই চার ব্যাটসম্যান বিশ্বকাপের এক আসরে তিনটি সেঞ্চুরি করার কীর্তি গড়েন, এবার তালিকায় নাম তুললেন ডি কক। বিশ্বকাপের এক আসরে এর চেয়েও বেশি সেঞ্চুরির রেকর্ড আছে। ২০১৫ বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। ২০১৯ বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করা ভারতের অধিনায়ক রোহিত শর্মা তালিকার সবার ওপরে।
মার্করামকে ফিরিয়ে তাহিরকে ছুঁলেন সাকিব
৩৬ রানেই ২ উইকেট হারানোর চাপ কাটিয়ে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম। সাবলীল ব্যাটিংয়ে দলের স্কোর বড় করে যাচ্ছিলেন তারা। অবশেষে তাদের জুটি ভাঙা গেল, মার্করামকে ফিরিয়ে দিলেন সাকিব আল হাসান।
৬৯ বলে ৭টি চারে ৬০ রান করা মার্করামকে ফিরিয়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সাবেক লেগ স্পিনার ইমরান তাহিরকে ছুঁলেন বাংলাদেশ অধিনায়ক। বিশ্বকাপে তাহিরের সমান ৪০ উইকেট এখন সাকিবের। ২২ ম্যাচে ৪০ উইকেট নেন তাহির, সাকিব নিলেন ৩৩ ম্যাচে।
ডি কক-মার্করামের ১৩১ রানের জুটিতে এগিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা ৩২ ওভার শেষে ৩ উইকেটে ১৭৪ রান তুলেছে। ডি কক ৯৫ ও হেনরিখ ক্লাসেন ৩ রানে ব্যাটিং করছেন।
চাপ কাটিয়ে ১০০ ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকা
৮ ওভারের মধ্যেই দুই উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু এই চাপ কাটিয়ে তুলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম। এ দুজনের ব্যাটে ১০০ ছাড়িয়েছে প্রোটিয়ারা।
২১ ওভার শেষে ২ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০৪ রান। তৃতীয় উইকেটে ইতোমধ্যে ৬৮ রানের জুটি গড়েছেন ডি কিক ও মার্করাম। ডি কক ৬১ ও মার্করাম ২৯ রানে ব্যাটিং করছেন। বিশ্বকাপে এটা ডি ককের পঞ্চম হাফ সেঞ্চুরি, ওয়ানডের ৩১তম।
শরিফুলের পর আঘাত হানলেন মিরাজ, দারুণ শুরু বাংলাদেশের
টস জিতে ব্যাটিং করতে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংসে প্রথম আঘাত হানেন শরিফুল ইসলাম। বাংলাদেশের বাঁহাতি এই পেসার উপড়ে নেন রিজা হেনড্রিকসের স্টাম্প। দারুণ এক ডেলিভারিতে প্রোটিয়া ওপেনারকে পরাস্থ করেন শরিফুল।
১৯ বলে ১২ রান করে ফেরেন হেনড্রিকস। যদিও রানের খাতা খোলার আগেই ফিরতে পারতেন তিনি। কিন্তু মেহেদী হাসান মিরাজের করা ইনিংসের দ্বিতীয় ওভারে হেনড্রিকসের তোলা ক্যাচ নিতে পারেননি স্লিপে দাঁড়ানো তানজিদ হাসান তামিম।
উইকেট না পাওয়ার আক্ষেপ ইনিংসের অষ্টম ওভারে ঘুচিয়ে নিলেন মিরাজ। এলবিডব্লিউর ফাঁদে ফেলে রাসি ভ্যান ডার ডুসেনকে ফিরিয়ে দিলেন ডানহাতি এই অফ স্পিনার। ৯ ওভার শেষে ২ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪১ রান। কুইন্টন ডি কক ২৩ ও এইডেন মার্করাম ৪ রানে ব্যাটিং করছেন।