মেসির প্রথম এমএলএস মৌসুম কেমন গেল
হার দিয়ে শেষ হলো এমএলএসে লিওনেল মেসির প্রথম মৌসুম। যদিও এমএলএসের শিরোপা নির্ধারিত হয়নি এখনও। প্লে-অফ শেষে চ্যাম্পিয়ন দলকে পাওয়া যাবে।
সেই প্লে-অফে জায়গা হয়নি মেসির দল ইন্টার মায়ামির। তাই আপাতত মেসির মৌসুম শেষ হচ্ছে এখানেই। কেমন ছিলো যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন মহাতারকার প্রথম মৌসুমটি?
যদিও মেসি যে সময় মায়ামিতে যোগ দিয়েছেন তখন এমএলএস মৌসুমের অর্ধেকের বেশি শেষ হয়ে গেছিল। মেসি নতুন করে লিখেছেন মায়ামির ইতিহাস। ২০১৮ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত ক্লাবটির খুব বেশি কোনো অর্জন ছিলো না।
মেসি এসেই সেই অর্জনের খাতায় যোগ করেন লিগস কাপ। একের পর এক ম্যাচ জিতিয়ে মায়ামিকে চ্যাম্পিয়ন করেন এলএম টেন। এই টুর্নামেন্টে সাত ম্যাচ খেলে ১০ গোল করেছেন মেসি। সবমিলিয়ে টানা নয় ম্যাচে গোল করেছেন তিনি।
যদিও এরপরই চোটে আক্রান্ত হয়ে মাঠের বাইরের কেটেছে বেশিরভাগ সময়। ইউএস কাপের ফাইনালে উঠলেও মেসি খেলতে পারেননি। হেরেছে তার দল মায়ামিও।
আর এমএলএসে ৩৪ ম্যাচ খেলে নয় জয়, সাত ড্র আর ১৮ হারে ৩৪ পয়েন্ট পেয়ে হয়েছে ১৪ তম। আগের মৌসুমে ১৬ দলের মধ্যে ১৬ তম হয়েছিল মায়ামি। এমএলএসে নেই অবনমনের নিয়ম। তাই মায়ামিরও যুক্তরাষ্ট্রের সবচেয়ে মানসম্পন্ন এই লিগে খেলতে কোনো সমস্যা নেই।
লিগস কাপের মতো অবশ্য এমএলএসে সুবিধা করতে পারেননি মেসি। ছয় ম্যাচ খেলে মাত্র একটি গোলই করেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ক। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি।