'কিছু সময় আল্লাহ-বিল্লাহ করেও উইকেট পাবেন না'
নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্নে ধাক্কা লেগেছে বাংলাদেশের৷ প্রথম ম্যাচ জিতলেও পরের দুটিতে হেরে চাপে পড়েছে সাকিব আল হাসানের দল।
নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এলেন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের বিশ্বাস, বাকি ছয় ম্যাচের সবগুলোই জিততে পারে বাংলাদেশ।
বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক ভারত এবং উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা। কিন্তু তাতেও আত্মবিশ্বাসের কমতি নেই ফিজের, 'অসম্ভব কোনো কিছু না। আমরা ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি।'
বিশ্বকাপে এখনও নিজের ছন্দ খুঁজে পাননি তাসকিন আহমেদ। দলের অন্যতম সেরা বোলারের এমন ফর্মহীনতায় উদ্বিগ্ন নন মুস্তাফিজ, 'সে তো খারাপ করছে না। ভালো-খারাপ মিলিয়েই হয়। কিছু সময় চাইলেই বোলিং করলে উইকেট পাবেন। কিছু সময় আল্লাহ-বিল্লাহ করলেও পাচ্ছেন না!'
কিউইদের বিপক্ষে আগে ব্যাট করে মাত্র ২৪৫ রান তুলতে পেরেছে বাংলাদেশ। যা জয়ের জন্য যথেষ্ট নয়। তবে মুস্তাফিজ মনে করেন, আর কিছু রান বেশি হলে ফলাফল অন্যরকম হতে পারতো, 'আমরা পেসাররা শুরুটা ভালো করেছিলাম। আমাদের যদি আরও ৩০ রান বেশি হতো, তাহলে আরও সুযোগ থাকত। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলত। ২৮০-এর মতো হলে ভালো কিছু হতো।'