ইংল্যান্ডের পেসেই শেষ বাংলাদেশ
বল হাতে বিশেষ সুবিধা করা যায়নি, লক্ষ্য দাঁড়ায় পাহাড় সমান। যে রান তাড়া করা মানে বিশ্বকাপের ইতিহাস পাল্টে দেওয়া। একই সঙ্গে নিজেদের ওয়ানডে ইতিহাসও নতুন করে লেখা। কিন্তু বিশাল লক্ষ্য পাড়ি দিতে নেমে সামান্যতম লড়াইও করতে পারলো না বাংলাদেশ। ইংল্যান্ডের পেস আক্রমণের সামনে, আরও নির্দিষ্ট করে বললে রিস টপলির আগুনে বোলিংয়ে অসহায় আত্মসমর্পণ করে ম্যাচ হারলো বাংলাদেশ।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানের বড় ব্যধানে হেরে গেছে বাংলাদেশ। বিশ্বকাপে রানের হিসেবে এটা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ হার। বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ছিল সমানে সমান। এই ম্যাচ জিতে এগিয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা। আগের চার সাক্ষাতে দুই দলই দুটি করে ম্যাচ জিতেছিল।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আগে ব্যাটিং করতে নেমে ডেভিড মালানের সেঞ্চুরি এবং জনি বেয়ারস্টো ও জো রুটের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৬৪ রান তোলে ইংল্যান্ড। জবাবে টপলির তোপে দিক হারানো বাংলাদেশের পক্ষে লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম ছাড়া বাকিদের কেউ-ই লড়াই করতে পারেননি, এই দুজন হাফ সেঞ্চুরি করেন। বাংলাদেশের ইনিংস শেষ হয় ৪৮.২ ওভারে ২২৭ রানে।ইংলিশ পেসাররা ৮ উইকেট নেন, একাই ৪টি নেন টপলি
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৩৬৪/৯ (বেয়ারস্টো ৫২, মালান ১৪০, রুট ৮২, বাটলার ২০, ব্রুক ২০; শেখ মেহেদি ৪/৭১, শরিফুল ৩/৭৫, তাসকিন ১/৩৮, সাকিব ১/৫২)।
বাংলাদেশ: ৪৮.২ ওভারে ২২৭ (লিটন ৭৬, মুশফিক ৫১, হৃদয় ৩৯, শেখ মেহেদি ১৪, তাসকিন ১৫, শরিফুল ১২; টপলি ৪/৪৩, ওকস ২/৪৯, উড ১/২৯, কারান ১/৪৭, রশিদ ১/৪২, লিভিংস্টোন ১/১৩)
ফল: ইংল্যান্ড ১১৩ রানে জয়ী
হাফ সেঞ্চুরির পর থামলেন মুশফিক, হারের পথে বাংলাদেশ
দারুণ ব্যাটিং করা লিটন ৭৬ রান করে বিদায় নেন, হাফ সেঞ্চুরি করে থামলেন মুশফিকুর রহিমও। ইংল্যান্ডের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের কেবল এই দুই ব্যাটসম্যানই লড়াই করতে পারলেন।
বাংলাদেশকে দিক ভুলিয়ে দেওয়া ইংলিশ পেসার রিস টপলির চতুর্থ শিকারে পরিণত হওয়ার আগে ৬৪ বলে ৪টি চারে ৫১ রান করেন মুশফিক, বিশ্বকাপে এটা তার সপ্তম হাফ সেঞ্চুরি। ৩৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৬৯ রান। তাওহিদ হৃদয় ২৭ ও শেখ মেহেদি হাসান ২ রানে ব্যাটিং করছেন।
লিটনকে হারিয়ে আরও বিপাকে বাংলাদেশ
ইংল্যান্ডের পেসার রিস টপলির তোপে এলোমেলো হয়ে পড়া বাংলাদেশ পরে ক্রিস ওকসকেও উইকেট দেয়। বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই দিক হারানো বাংলাদেশকে ঠিক পথে ফিরিয়েছিল লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমের জুটি। বিশেষ করে লিটন ছিলেন দাপুটে চেহারায়। অন্য প্রান্তে যখন ভাঙনের সুর বাজছিল, তখনও তিনি ছিলেন সাবলীল। কিন্তু তাকেও থামতে হলো।
দারুণ ব্যাটিংয়ে বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া বাংলাদেশের ডানহাতি এই ওপেনার ক্রিস ওকসের শিকারে পরিণত হয়ে ফিরলেন সাজঘরে। ৬৬ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৭৬ রান করা লিটন ওকসের স্লোয়ার ডেলিভারিতে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন। মুশফিকের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন তিনি।
লিটনের বিদায়ে বাংলাদেশের চাপ আরও বাড়লো। শুরুতেই জয়ের পথ কঠিন করে তোলা বাংলাদেশ আর কতোটা পথ পাড়ি দিতে পারে, সেটাই এখন বড় প্রশ্ন। ২৭ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৪৫ রান। মুশফিক ৪৫ ও তাওহিদ হৃদয় ১০ রানে ব্যাটিং করছেন।
মিরাজও সাজঘরে, ৪ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ
তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত কিছু বুঝে ওঠার আগেই সাজঘরে ফেরেন। অধিনায়ক সাকিব আল হাসানও টিকতে পারেননি তোপ দাগা রিস টপলির সামনে। ইংলিশ এই পেসারই বাংলাদেশের প্রথম তিন উইকেট তুলে নেন। মেহেদী হাসান মিরাজকে সাবলীল শুরুই করেন, কিন্তু তিনিও টিকতে পারলেন না।
ডানহাতি এই ব্যাটসম্যান ফিরিয়ে দিলেন আরেক ইংলিশ পেসার ক্রিস ওকস। ৩৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৯ রানেই নেই বাংলাদেশের ৪ উইকেট। এক পাশ আগলে দ্রুততার সাথে রান তুলে যাওয়া লিটনের সঙ্গে যোগ দিয়ে থিতু হওয়ার চেষ্টা করছেন মুশফিকুর রহিম। ১১ ওভার শেষ ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৫ রান। লিটন ৫০ ও মুশফিক ৩ রানে ব্যাটিং করছেন। বিশ্বকাপে এটা লিটনের দ্বিতীয় হাফ সেঞ্চুরি।
ফিরলেন সাকিবও, টপলির তোপে এলোমেলো বাংলাদেশ
নিজের প্রথম ওভারেই তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দেন রিস টপলি। বাঁহাতি এই ইংলিশ পেসার এবার বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকেও সাজঘর দেখিয়ে দিলেন। টপলির দারুণ এক ডেলিভারিতে উপড়ে যায় সাকিবের স্টাম্প, বলের লাইনই বুঝতে পারেননি তিনি।
বিশাল লক্ষ্যে খেলতে নেমে টপলির আগুনে বোলিংয়ে ২৬ রানেই ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ রীতিমতো অন্ধকারে পড়ে গেছে। নতুন ব্যাটসম্যান হিসেবে লিটন কুমার দাসের সঙ্গে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৭ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪১ রান। লিটন ৩১ ও মিরাজ ৭ রানে ব্যাটিং করছেন।
শুরুতেই তানজিদ-শান্তকে হারিয়ে চাপে বাংলাদেশ
৩৬৫ রানের বিশাল লক্ষ্য, রান তোলার গতি দ্রুত থাকা চাই। তেড়েফুঁড়ে শুরু করলেন লিটন কুমার দাস। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের করা প্রথম ওভারে টানা তিন চার মারেন বাংলাদেশ ওপেনার। কিন্তু দাপুটে শুরুর এই আবহ দ্বিতীয় ওভারেই উধাও, দুই বলে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
দ্বিতীয় ওভার করা ইংল্যান্ডের আরেক পেসার রিস টপলি ফিরিয়ে দিয়েছেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে। লিটনের সঙ্গে যোগ দিয়ে চাপ কাটিয়ে তোলার চেষ্টায় অধিনায়ক সাকিব আল হাসান। ৪ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২২ রান। লিটন ১৯ ও সাকিব ১ রানে ব্যাটিং করছেন।