জিততে বিশ্বকাপের ইতিহাস পাল্টাতে হবে বাংলাদেশকে

উদ্বোধনী জুটিতে দারুণ শুরু। জনি বেয়ারস্টো হাফ সেঞ্চুরি করে থামলেও ক্যারিয়ার সেরা ইনিংস খেলা ডেভিড মালান পাড়ি দিলেন আরও অনেকটা পথ। এরপর জো রুটের অসাধারণ ব্যাটিংয়ের সঙ্গে শেষ দিকের কয়েকটি ছোট ইনিংস। ব্যাটিং করা প্রায় সব ব্যাটসম্যানের রান পাওয়ার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বিশাল সংগ্রহ গড়লো ইংল্যান্ড।
মঙ্গলবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামা ইংল্যান্ড ৯ উইকেটে ৩৬৪ রান তুলেছে। বিশ্বকাপে এটা ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ, ধর্মশালার এই মাঠের সর্বোচ্চ। এই রান পাড়ি দিয়ে জিততে হলে বিশ্বকাপের রেকর্ড বদলাতে হবে বাংলাদেশকে। বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া আয়ারল্যান্ডের, ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের দেওয়া ৩২৮ রানের লক্ষ্য পাড়ি দিয়ে জিতেছিল আইরিশরা।
পরের দুটি সফল রান তাড়া অবশ্য বাংলাদেশের। ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের লক্ষ্য ৩ উইকেটেই পাড়ি দেয় বাংলাদেশ। বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সফল রান তাড়ায় ২০১৫ সালের আসরে স্কটল্যান্ডের করা ৩১৮ রানের জবাবে ৪ উইকেটে ৩২২ রান তোলে মাশরাফি বিন মুর্তজার দল। ওয়ানডেতে এই দুটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তারা। অর্থাৎ, আজ জিতলে হলে বিশ্বকাপের ইতিহাসের পাশাপাশি নিজেদের ওয়ানডে রেকর্ডও বদলাতে হবে সাকিব আল হাসানের দলকে।
দারুণ শুরুর পর উদ্বোধনী জুটিতে ১১৫ রান যোগ করেন ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। এই জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন অধিনাায়ক সাকিব। কিন্তু এরপর আবারও ইংলিশদের শাসন। সেঞ্চুরিয়ান মালান ও জো রুটের ব্যাটে বড় সংগ্রহের পথে এগোতে থাকে তারা। দ্বিতীয় উইকেটে ১১৭ বলে ১৫১ রান যোগ করেন মালান-রুট।
অসাধারণ ইনিংস খেলা মালানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শেখ মেহেদি হাসান। ওয়ানডেতে ষষ্ঠ ও বিশ্বকাপের নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া মালান ১০৭ বলে ১৬টি চার ও ৫টি ছক্কায় ১৪০ রান করেন। এই ফরম্যাটে এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস। সেঞ্চুরির পথে হাঁটছিলেন রুটও, কিন্তু হঠাৎ জ্বলে ওঠা শরিফুল ইসলামের বাধায় তিন অঙ্কে পৌঁছানো হয়নি তার।
বাংলাদেশের বাঁহাতি এই পেসারের বলে আউট হওয়ার আগে ৬৮ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৮২ রান করেন এই ইনিংস দিয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক হওয়া রুট। ১৯ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিসহ ৫৭.৩১ গড়ে ৯১৭ রান করেছেন ইংলিশ ডানহাতি এই ব্যাটসম্যান। এই ইনিংস দিয়ে তিনি পেছনে ফেলেছেন গ্রাহাম গুচকে। ২১ ইনিংসে ৮৯৭ রান করা গুচ এতোদিন বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক ছিলেন।
রুটকে ফেরানোর ওভারের শেষ বলে ২০ রান করা লিয়াম লিভিংস্টোনকেও সাজঘর দেখিয়ে দেন শরিফুল। এর আগে ১০ বলে ঝড়ো গতিতে ২০ রান করা ইংলিশ অধিনায়ক জস বাটলারকে আউট করেন তিনি। মাত্র ৯ রানের মধ্যে ইংলিশদের ৩টি উইকেট তুলে নেন শরিফুল। এ কারণেই মূলত শেষ ১০ ওভারে ইংল্যান্ডের রানচাকার গতি কমানো গেছে। শেষ ১০ ওভারে ৬৬ রানে ৬ উইকেট নেয় বাংলাদেশ। এ সময় উইকেট নেওয়ার পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিং করেন শেখ মেহেদিও।
শেষ দিকে স্যাম কারান ১১, ক্রিস ওকস ১৪ ও আদিল রশিদ ১১ রান করেন। মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় সুযোগ পাওয়া শেখ মেহেদি ৮ ওভারে ৭১ রান খরচায় ৪টি উইকেট নেন। ইংলিশদের রানচাকায় লাগাম টানা শরিফুল ১০ ওভারে ৭৫ রানে ৩টি উইকেট পান। একটি করে উইকেট নেন সাকিব ও তাসকিন আহমেদ।