পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা৷
হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিকরামা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথ ওয়েল্লালাগে, মাহিস ঠিকাসেনা, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশাঙ্কা।
পাকিস্তান একাদশ:
আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, হাসান আলি, শাহিন আফ্রিদি, হারিস রউফ।