ধর্মশালার ‘প্রশ্নবিদ্ধ’ আউটফিল্ড নিয়েও খুশি বাংলাদেশের স্পিন কোচ
বিশ্বকাপে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আউটফিল্ড নিয়ে ক্রিকেট দুনিয়ার সবখানে চলছে আলোচনা। এমন উঁচু-নিচু আউটফিল্ড থাকা মাঠে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করায় আয়োজক ভারতকে নিয়ে করা হচ্ছে সমালোচনা। আইসিসি ধর্মশালার আউটফিল্ডকে গড়পড়তা মানের বলছে। ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের চোখে এই স্টেডিয়ামের আউটফিল্ড 'বাজে'।
এই ধর্মশালাতেই বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছে, আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটিও ধর্মশালার এই মাঠে, ১০ অক্টোবর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। এই ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে উঠলো আউটফিল্ডের প্রসঙ্গ। মাঠের দুর্গতি দেখে সবাই নাখোশ হলেও বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ জানালেন, আউটফিল্ড নিয়ে তিনি খুশি, আর ক্রিকেটারদেরও খুশি থাকতে বলছেন। সবকিছু যাচাই করেই আইসিসি এখানে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে বলে মনে করেন তিনি।
বিশ্বকাপের মতো টুর্নামেন্টের স্টেডিয়ামে এমন আউটফিল্ড, ব্যাপারটা নিয়ে এরপরও খুশি থাকা সম্ভব? উত্তরে লঙ্কান সাবেক এই স্পিনার বলেন, 'আমি মনে করি, আইসিসি এটা নিয়ে অনেক কাজ করেছে। আমার মনে হয়, তারা মনে করেছে যে মান বজায় রাখা হয়েছে। আর এ কারণে তারা এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতি দিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমি খুশি।'
এই মাঠে বোলাররা দৌড়ানোর সময় ধুলো উড়তে দেখা গেছে, বাউন্ডারি রোপের দিকে আউটফিল্ড উঁচু-নিচু। এমন অমসৃণ আউটফিল্ডে ফিল্ডিং করতে বেগ পোহাতে হয়, ফিল্ডারদের প্রতি কোনো নির্দেশনা থাকবে? হেরাথ বলেন, 'না, আমরা কোনো বিধিনিষেধ আরোপ করিনি। কারণ, আপনি যদি কাউকে কিছু করার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করেন, তবে তারা তাদের শতভাগ দিতে পারবে না। তারা আগের ম্যাচে খুব ভালো করেছে। তাই আমরা তাদের বলেছি নিজেদের শতভাগ দিতে, এমনকি এই আউটফিল্ডেও।'
'আমরা দুই দিন বেশ ভালোভাবেই এখানে খেলেছি। আমরা জানি, আউটফিল্ড কীভাবে কাজ করে। আমাদের আউটফিল্ডের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে হবে। আমরা আফগানিস্তানের বিপক্ষে বেশ ভালো শুরু পেয়েছি। আমাদের উচিত এই মানসিকতা ধরে রেখে এগিয়ে যাওয়া।' যোগ করেন বাংলাদেশের স্পিন কোচ।
খেলোয়াড়ি জীবনে বিশ্ব আসরে এমন আউটফিল্ড দেখেছেন কিনা, জানতে চাইলে হেরাথ বলেন, 'অবশ্যই শুরু থেকেই এমন দেখিনি। কখনও কখনেও বৃষ্টি বা তেমন কোনো কারণে এ ধরনের আউটফিল্ড দেখা যায়। আগেই যেমনটি বললাম, যদি আপনি এ ক্ষেত্রে শতভাগ না পান, যদি (শুধু) আন্তর্জাতিক মানের মাঠই পান, তবে তা নিয়ে কেন অভিযোগ করবেন? আমি তাই এটা নিয়ে ভাবছি না। যদি এটা আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য উপযোগী হয়, তবে আমি এ সিদ্ধান্ত নিয়ে খুশি।'