দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে অল্পতেই গুটিয়ে দিলো ভারত
ফেভারিটের মতোই শুরু করল ভারত। স্বাগতিকদের বোলিং তোপে অল্প রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। মূলত স্বাগতিক স্পিনারদের কাছেই নাকাল হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাটিং লাইনআপ। ১৯৯ রানে সবকটি উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।
ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথই যা একটু চেষ্টা করেছেন রান তোলার। দুজনই হাফ সেঞ্চুরির কাছে এসে আউট হয়েছেন। ভারতীয় স্পিনাররাই বেশি ভুগিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের৷
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে বেশি সময় নেয়নি ভারত। পেসার জসপ্রিত বুমরার লাফিয়ে ওঠা বল খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দেন মিচেল মার্শ, অস্ট্রেলিয়ান ওপেনারের ক্যাচ দুর্দান্তভাবে তালুবন্দী করেন বিরাট কোহলি৷
দ্বিতীয় উইকেট জুটিতে যা একটু প্রতিরোধ গড়েছেন ওয়ার্নার এবং স্মিথ। ওয়ার্নার ৫২ বলে ৪১ রান করে কুলদীপ যাদবকে ফিরতি ক্যাচ দেন।
স্টিভেন স্মিথ ফিরে যান ৭১ বলে ৪৬ রান করে। এরপর আর কেউ দাঁড়াতে পারেননি, অস্ট্রেলিয়ার রানও পার হয়নি ২০০। লাবুসেন ২৭ এবং স্টার্ক ২৮ রান করে স্কোর নিয়ে যান সম্মানজনক অবস্থানে।
ভারতের হয়ে স্পিনার রবীন্দ্র জাদেজা মাত্র ২৮ রান দিয়ে শিকার করেছেন তিন উইকেট, কুলদীপ যাদব নিয়েছেন দুটি উইকেট, পেসার বুমরার শিকারও দুটি উইকেট।