স্বাগতিক ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

অবশেষে ফুরোচ্ছে অপেক্ষার পালা। বিশ্বকাপ শুরু হওয়ার তিনদিন পর আজ মাঠে নামছে স্বাগতিক ভারত।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের বিশ্বকাপ অভিযান। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
ভারতের একাদশে নেই ইনফর্ম ব্যাটসম্যান শুভমান গিল। তার জায়গায় রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন ইশান কিষান।
চোট থেকে না সেরে ওঠায় অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচের একাদশে নেই ট্রাভিস হেড।
অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), জস হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুমরা।