বিশ্বকাপের দুই মাসকটের নাম জানালো আইসিসি
লিঙ্গ সমতার প্রতি সম্মান জানাতে এবারের বিশ্বকাপে দুটি মাসকট উন্মোচন করেছিল আইসিসি। লাল পোশাক পরা মাসকটটি হলো নারী আর নীল পোশাকের মাসকটটি পুরুষ।
তবে উন্মোচন এক মাস আগেই করলেও মাসকট দুটির নাম সে সময় জানায়নি আইসিসি। অবশেষে আজ বিশ্বকাপের এই দুই মাসকটের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
মাসকটের নাম অবশ্য আইসিসি সরাসরি দেয়নি। ভক্তদের ভোটের ওপর নির্ধারিত হয়েছে নাম গুলো। ভোটে জেতা নাম দুটি হলো ব্লেজ এবং টঙ্ক।
ব্লেজ হলো নারী মাসকট, যে দ্রুতগতিতে বল করে ব্যাটসম্যানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। নির্ভুলতা, অতুলনীয় প্রতিফলন, নমনীয়তা ও দৃঢ় সংকল্পের কারণে সে একজন ফাস্ট বোলিং সেনসেশন।
আর টঙ্ক হলো পুরুষ মাসকট। নীল পোশাক পরা ঠান্ডা স্বভাবের টঙ্ক একজন চ্যাম্পিয়ন ব্যাটসম্যান। সে একটি চুম্বক লাগানো ব্যাট দিয়ে খেলে। এটা দিয়ে সে সব ধরনের শট খেলতে পারে।