লিটনকে অধিনায়ক করে টেস্ট দল ঘোষণা, নতুন মুখ শাহাদাত-মুশফিক
ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলা নিয়ে শঙ্কা ছিল নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। তাকে ছাড়াই আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচটিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন দুজন। শাহাদাত হোসেন দিপুর সঙ্গে বড় চমক হিসেবে দলে এসেছেন তরুণ পেসার মুশফিক হাসান।
ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান সাকিব। সেই চোটের কারণেই দর্শক সারিতে থাকতে হচ্ছে তাকে। উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটনকে করা হয়েছে অধিনায়ক। আপতকালীন সময়ে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তার আছে। গত ডিসেম্বরে তামিম ইকবালের চোটে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে নেতৃত্ব লিটন। ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে একটি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেন লিটন। এবার টেস্টে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি।
লিটনের নেতৃত্ব পাওয়ার সিরিজে চোট কাটিয়ে দলে ফিরেছেন পেস আক্রমণের সেরা অস্ত্র তাসকিন আহমেদ। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে শুরুতে থাকলেও পরে চোটের কারণে ছিটকে যান তাসকিন। ইংল্যান্ড সফরেও যাওয়া হয়নি তার। বাংলাদেশের সর্বশেষ টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম অনিক ও পেসার রেজাউর রহমান রাজা। দুজনকেই বদলি হিসেবে নেওয়া হয়েছিল, কোনো ম্যাচ না খেলেই বাদ পড়তে হলো তাদের। তাসকিনের মতো চোট কাটিয়ে ফিরেছেন জাকির হাসানও। গত ডিসেম্বরে স্বপ্নের টেস্ট অভিষেকের পর আর খেলা হয়নি তার।
শাহাদাত ও মুশফিককে দলে নেওয়ার ব্যাপারে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, 'দুজনই অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলেছে। এরপর আমাদের হাই পারফরম্যান্স বিভাগে ছিল। 'এ' দলের হয়ে ওরা যথেষ্ট ভালো করেছে। আমরা আত্মবিশ্বাসী সুযোগ পেলে ওরা ভালো করবে।' সাদমানের জায়গায় মাহমুদুল হাসান জয়কে নেওয়ার ব্যাখায় তিনি বলেন, 'মাঝে সে কিছুদিন ভালো করেনি। তবে এখন রান করছে। সর্বশেষ ইনিংসটা সেঞ্চুরির। আর আন্তর্জাতিক ক্রিকেট সে আগেও খেলেছে। আশা করি, এবার সেও আগের ধারায় ফিরবে।'
তাসকিন পুরো ফিট থাকলে টেস্ট খেলবেন বলে জানান প্রধান নির্বাচক, দলে পাঁচ পেসার নেওয়ার কারণও জানিয়েছেন তিনি, 'ফিট হলে খেলবে না! আশা করি খেলবে। অনেক গরম, সে জন্য দলেই বেশি পেসার রাখা হয়েছে।' অধিনায়কত্ব পাওয়া লিটনের নেতৃত্বগুণ দেখার অপেক্ষায় আছেন জানিয়ে মিনহাজুল আবেদীন বলেন, 'টেস্টে অধিনায়কত্ব করা বিরাট ব্যাপার, বড় সম্মান। এই জায়গা থেকে আমি মনে করি, লিটন দলকে সামনে থেকে নেতৃত্ব দেবে।'
একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান। টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪ জুন শুরু হবে। টেস্ট শেষে হোম ভেন্যু ভারতের দেরাদুনে ফিরে যাবে তারা। ঈদের বিরতির পর ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ১ জুলাই আবার বাংলাদেশ আসবেন রশিদ-মুজিবরা।
বাংলাদেশ টেস্ট দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ মাহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন ও মুশফিক হাসান।