মুস্তাফিজের ফর্ম নিয়ে নিশ্চিত নন হাথুরুসিংহে
আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই হইচই ফেলে দেন, ক্যারিয়ারের প্রথম বল থেকেই শুরু হয় বিশ্ব শাসন। মুস্তাফিজুর রহমানের জাদুতে নাকাল হয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দল, চলতে থাকে তার দাপট। ডাক মেলে আইপিএল থেকে, সেখানেও বাজিমাত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধার হারানো মুস্তাফিজ এখন আর দশজন সাধারণ মানের বোলারের মতো। অনেকদিন ধরেই যাচ্ছে খারাপ সময়, এখন বাদ পড়তে হয় জাতীয় দল থেকে।
একই অভিজ্ঞতা হচ্ছে এবারের আইপিএলেও। বেশ আগে গেলেও দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র ২টি ম্যাচ খেলেছেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার, দলের সঙ্গে থাকলেও শেষ ম্যাচ খেলেছেন ১৪ দিন আগে। দুই ম্যাচে মুস্তাফিজের শিকার মাত্র ১ উইকেট, নিজের দ্বিতীয় ম্যাচে সবচেয়ে খরুচে ছিলেন তিনি। বাংলাদেশ দলেও দীর্ঘদিন নিজের ছায়া হয়ে আছেন তিনি। অনেকেরই প্রশ্ন, কোথায় হারালেন মুস্তাফিজ? সেই মুস্তাফিজ কবে ফিরবেন?
গত কয়েক বছর বাংলাদেশের পেস আক্রমণের সেরা অস্ত্র ছিলেন মুস্তাফিজ, জায়গাটা এখন তাসকিন আহমেদের দখলে। মুস্তাফিজের ধারাবাহিকভাবে এভাবে গড়পড়তা বোলিং করে আসাটা দলের জন্য চিন্তার কিনা? এমন প্রশ্নের উত্তর দেওয়ার আগে চান্দিকা হাথুরুসিংহে জানালেন; মুস্তাফিজের ফর্ম নিয়ে তিনি নিশ্চত নন। কারণ বাংলাদেশের প্রধান কোচ মনে করেন, কেউ খেলার মধ্যে না থাকলে তার ফর্ম নিয়ে মন্তব্য করা কঠিন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের শেষ দিন মুস্তাফিজকে নিয়ে হাথুরুসিংহে বলেন, 'যখন কেউ খেলার মধ্যে থাকে না, তখন তার ফর্ম নিয়ে মন্তব্য করাটা কঠিন। বলা কঠিন হয় যে সে ফর্মে আছে কি নেই। গত কিছুদিনে সে বেশি ম্যাচ খেলেনি। এখানে সে যখনই খেলেছে, ভালো করেছে। দলে হয়ে তার কাজটা সে করেছে। তো ফেরার পর দেখতে হবে, সে কেমন পারফরম্যান্স করে।'
কোচ হিসেবে ইতিবাচক মন্তব্য করেছেন হাথুরুসিংহে। কিন্তু মুস্তাফিজ যে ফর্মে নেই, তার যে খারাপ সময় যাচ্ছে; সেটা তার রেকর্ডে চোখ রাখলেই পরিষ্কার হয়ে যায়। শেষ ১০ টি-টোয়েন্টিতে মুস্তাফিজের শিকার ৬ উইকেট, এর মধ্যে সেরা ২ উইকেট। এমন পারফরম্যান্সের কারণেই আইরিশদের বিপক্ষে একটি ম্যাচে একাদশে জায়গা হারান তিনি।
ওয়ানডেতে তুলনামূলক ভালো পারফরম্যান্স করলেও সেটা বলার মতো নয়। শেষ ১৬ ম্যাচে মুস্তাফিজের শিকার ১১ উইকেট, আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডেতে একাদশের বাইরে থাকতে হয় তাকে। এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৮ রান খরচায় নেন ১ উইকেট। পরের ম্যাচে তার ওপর দিয়ে ঝড় বয়ে যায়, ৩ ওভারে ৪১ রান খরচায় থাকেন উইকেটশূন্য।