ছন্দে ফিরলেন মেসি-এমবাপ্পে, শিরোপার পথে এগিয়ে গেল পিএসজি
ছন্দে ফিরলেন মেসি-এমবাপ্পে, পিএসজিও ফ্রেঞ্চ লিগের শিরোপা জেতার পথে এগিয়ে গেল অনেকটাই। নিকটতম প্রতিদ্বন্দ্বী লেন্সকে ৩-১ গোলে হারিয়েছে ক্রিস্তোফ গালতিয়েরের দল। গোল পেয়েছেন এমবাপ্পে-মেসি দুজনই।
এই জয়ের পথে এমবাপ্পের দুর্দান্ত পাস থেকে গোল করেছেন লিওনেল মেসি। এমবাপ্পে নিজে খুলেছেন পিএসজির গোলের খাতা। সেই সাথে পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগে সর্বোচ্চ গোলও এখন তার।
এই জয়ে ৩১ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল গালতিয়েরের দল। বাকি ৭ ম্যাচ থেকে ন্যুনতম ১৩ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হবে পিএসজি।
এদিন ম্যাচের ৩১ মিনিটে মেসির পাস পেয়ে ভিতিনহার সঙ্গে এক-দুই খেলে পিএসজিকে প্রথম গোল এনে দেন এমবাপ্পে। যেটি ছিলো ফ্রেঞ্চ লিগে পিএসজির হয়ে এমবাপ্পের ১৩৯ তম গোল। এর আগে পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী ছিলেনে এদিনসন কাভানি।
এরপর ভিতিনিহা ব্যবধান বাড়ান ৩৭ মিনিটে। এর কিছুক্ষণ পরেই এক জাদুকরি মুহূর্তের স্বাক্ষী হোন পিএসজি সমর্থকরা। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে বল আদান-প্রদান দেখে হয়তো লেন্সের খেলোয়াড়রাও তাকিয়ে দেখছেন! মেসির কাছ থেকে বল পেয়েই প্রথম স্পর্শে দুর্দান্ত ব্যাকহিল করেন এমবাপ্পে, সেটি পেয়ে অসাধারণ ফিনিশে গোল করেন মেসি।
৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। ৬০ মিনিটে লেন্স একটি গোল শোধ দিলেও গালতিয়েরের দলের জিততে সমস্যা হয়নি।