মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফে নেপালের সঙ্গে ড্র বাংলাদেশের
মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। নেপালের সঙ্গে এই ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে রানার্সআপ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হলো বাংলাদেশের। পরের ম্যাচে রাশিয়া মুখোমুখি হয়েছে ভারতের।
টানা ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রাশিয়া। ভারতের সঙ্গে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে রাশিয়া। সে ক্ষেত্রে রানার্সআপ হবে বাংলাদেশ।
এবারও নেপালের মেয়েদের হারাতে পারল না বাংলাদেশ। গত ১১ নভেম্বর অনূর্ধ্ব-১৫ সাফের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেই চ্যাম্পিয়ন হতে পারত বাংলাদেশ। কিন্তু পেনাল্টি নেওয়ার আগেই চাপে ভেঙে পড়েন জয়নব বিবি।
ওই ম্যাচের পেনাল্টি মিসের দুঃখটা নিশ্চয় ভুলতে পারেননি জয়নব। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ অনূর্ধ্ব-১৭ সাফে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। একমাত্র গোলটি করেছেন মোসাম্মত সাগরিকা।
ভারতের বিপক্ষে ম্যাচের পর আজ একাদশে একটিই পরিবর্তন আনেন কোচ গোলাম রব্বানী। দুই হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় থাকা অধিনায়ক রুমা আক্তারের বদলে দলে ঢোকেন রিতু আক্তার। অবশ্য রক্ষণে রুমার অভাবটা বেশ ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ।
গত লিগে সাগরিকা করেছিলেন ১০ গোল। আজও অন্য মেয়েরা যখন গোলের জন্য হন্যে হয়ে দৌড়েছেন, তখন সাগরিকার সুবাদেই ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।