নিজের জন্মদিনে স্পিনারদের কাছে হেরাথের চাওয়া

আগেরেদিন সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। যা রানের হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। দারুণ জয়ে সিরিজ শুরু, পরের দিন নেই অনুশীলন; পুরো দল বিশ্রামে। আর এদিনই নিজের জন্মদিন, বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ ফুরফুরে মেজাজে থাকবেন; সেটাই স্বাভাবিক। রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হাস্যোজ্জ্বল হেরাথেরই দেখা মিললো।
কেবল বাংলাদেশের জয় আর নিজের জন্মদিন বলেই এই ফুরফুরে মেজাজ নয়, দলের জয়ে নিজের বিভাগের সেনানীরা বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন। সাকিব আল হাসান ও নাসুম আহমেদ মিলে ১২ ওভারে রান খরচা করেছেন ৬৬, উইকেট নিয়েছেন ৪টি। আইরিশদের ৩০.৫ ওভারে অলআউট করে দেওয়ার পথে নাসুমের শিকার ৩ উইকেট, সাকিবের একটি।
সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটেও স্পিনারদের এমন পারফরম্যান্সে খুশি হেরাথ। লঙ্কান এই কোচ অবশ্য কেবল খুশিই নন, শিষ্যদের নিয়ে গর্বিতও তিনি। বললেন, 'উইকেট বুঝে কান্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে তারা যেভাবে বোলিং করেছে, এতে আমি খুশি এবং গর্বিত। উইকেটে যখন সহায়তা থাকে না, তখন এটা স্পিনারের জন্য চ্যালেঞ্জ। এমন কন্ডিশনে মানিয়ে নিয়ে কীভাবে বোলিং করতে হয়, সেটা জানা জরুরি।'
এটা বলতে বলতে এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির কথা টানলেন হেরাথ, স্পিনারদের কাছে জানিয়ে রাখলেন তার চাওয়ার কথা, 'সামনেই আমাদের বিশ্বকাপ, আমরা জানি না সেখানে আমরা কোন ধরনের উইকেট পাবো। যেকোনো ধরনের উইকেটের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কালকের ম্যাচে উইকেটে স্পিনারদের জন্য সহায়তা ছিল না। কিন্তু আমরা এমন উইকেটে ভালো বল করতে পেরেছি।'
ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতে ৬ উইকেট পান তাইজুল ইসলাম। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ঘোষণা করা প্রথম দুই ওয়ানডের স্কোয়াকে তাকে নেওয়া হয়নি, সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম। বিশ্বকাপের কথা মাথায় রেখে স্কোয়াড সমৃদ্ধ করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হেরাথ।
বাংলাদেশের স্পিন কোচ বলেন, 'ইংল্যান্ডের বিপক্ষে তাইজুল ভালো করেছে, এখন আমরা নাসুমকে সুযোগ দিচ্ছি। বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা আমাদের স্কোয়াড বড় করতে চাই। আমাদের আক্রমণাত্ম মনোভাব যেন অটুট থাকে, সেটাও নিশ্চিত করতে হবে।' দাপুটে জয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ সোমবার দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। ম্যাচটি সিলেটে বেলা ২টায় শুরু হবে।