চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়ের অভিষেক
ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি তাজা থাকতে থাকতেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হয়েছে দুই দল।
এই ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে আগে ব্যাটিংয়ে নামছে স্বাগতিকরা। ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হবে।
ইংল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচ থেকে চারটি পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। চোটের কারণে খেলতে পারছেন না মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। বাদ পড়েছেন আফিফ হোসেন হোসেন ধ্রুব, জায়গা পেয়েছেন তৌহিদ হৃদয়। বাংলাদেশের ১৪০তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে তার।
প্রথম দুই ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। তার জায়গায় একাদশে সুযোগ দেওয়া হয়েছে ইয়াসির আলী রাব্বিকে। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ফেরানো হয়েছে আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ডি ব্যালবার্নি (অধিনায়ক), গ্যারেথ ডেলানি, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), স্টিফেন ডোহেনি, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক এডেয়ার ও গ্রাহাম হিউম।