শিরোপা খরা কাটবে ইউনাইটেডের?
২০১৭ সালে সর্বশেষ কোনো শিরোপা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ঘরোয়া লিগ, কাপ কিংবা ইউরোপিয়ান ফুটবল, কোথাও সাফল্য পায়নি রেড ডেভিলরা। অবশেষে সেই সুযোগ এসেছে ট্যান হাগের দলের সামনে।
ইংলিশ লিগ কাপের ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েম্বলি স্টেডিয়ামে হবে ম্যাচটি।
ফার্গুসন পরবর্তী যুগে খুব বেশি শিরোপার মুখ দেখেনি ইউনাইটেড। এক হোসে মরিনহো জিতিয়েছিলেন তিনটি শিরোপা। ২০১৭ তে যার শেষটি দেখেছে রেড ডেভিলরা। এরপর ইউরোপা লিগের ফাইনালে একবার উঠলেও টাইব্রেকারে হেরে রানার্স-আপ হতে হয়েছিল ইউনাইটেডকে।
প্রতিপক্ষ নিউক্যাসল যদিও মোটেও সহজ প্রতিপক্ষ হবে না। এডি হাউয়ের অধীনে দুর্দান্ত ফর্মে আছে দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে চতুর্থ স্থানে আছে নিউক্যাসল। তাদের সর্বশেষ শিরোপা এসেছে ২০ বছরের বেশি সময় আগে।
দুই দলের জন্যই শিরোপা খরা কাটানোর সুবর্ণ সুযোগ এটি। দেখার বিষয়, ট্যান হাগের অধীনে নতুন জীবন পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড নাকি এডি হাউয়ের দুর্দান্ত নিউক্যাসল, কে ঘরে তোলে ইংলিশ লিগ কাপের শিরোপা।