সাকিবদের আর্জেন্টিনার ম্যাচ দেখার ভাবনা হবে ‘স্টুপিড’
কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ। গোটা দুনিয়াই মজে আছে ফুটবলের আনন্দে। এই তালিকায় আছেন ক্রিকেটাররাও। সিরিজ চললেও ফুটবল ম্যাচ দেখেন বাংলাদেশ-ভারত দলের অনেক ক্রিকেটারই। আজ রাতে সেমি-ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। এই ম্যাচও হয়তো দেখবেন ক্রিকেটাররা। কিন্তু রাতে বিশ্বকাপের ম্যাচ দেখে সকালে টেস্ট ম্যাচ খেলার ভাবনাটা হবে 'স্টুপিড'- এমনই মনে করেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টেস্ট। ম্যাচের আগেরদিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে দল, লক্ষ্য, ক্রিকেটারদের চোটসহ অনেক বিষয় নিয়েই কথা বলেন রাসেল ডমিঙ্গো। ক্রিকেটারদের বিশ্বকাপের ম্যাচ দেখার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ক্রিকেটাররা রাতে ম্যাচ দেখলে খুবই হতাশ হবে তিনি।
দক্ষিণ আফ্রিকান এই কোচ বলেন, 'ওদেরকে অবশ্যই দ্রুত বিছানায় যেতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভোর ৩টা পর্যন্ত ফুটবল দেখে সকাল সাড়ে ৯টায় টেস্ট ম্যাচ খেলতে পারেন না আপনি। এটা হবে…. স্টুপিড! ওরা যদি এটা করে, আমি হতাশই হব, খুবই হতাশ হব।'
ক্রিকেটার হলেও ফুটবল নিয়ে আগ্রহের কমতি নেই বাংলাদেশ দলে। এমনিতে অনুশীলনে ফুটবল তো খেলেনই, অনেকে নিয়মিত ফুটবল ম্যাচ দেখেন। বিশ্বকাপে ফুটবল আগ্রহটা আরও বেড়েছে ক্রিকেটারদের। অনেকেই আছেন, যারা কোনো দলের পাঁড় সমর্থক। এর মধ্যে অন্যতম তামিম ইকবাল, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান।
তামিম ব্রাজিল সমর্থক। তার দল বিশ্বকাপ থেকে ছিটেকে গেছে, এ ছাড়া অভিজ্ঞ এই ওপেনার চোটের কারণে প্রথম টেস্টও খেলছেন না। তাই তার ম্যাচ দেখা, না দেখা নিয়ে আলোচনা নেই। কিন্তু সাকিব ও সোহান আর্জেন্টিনার সমর্থক। দলে আরও কেউ থাকতে পারেন, যিনি লাতিন আমেরিকা অঞ্চলের দেশটির সমর্থক। এ কারণেই প্রশ্ন করা হয় ম্যাচ দেখার বিষয় নিয়ে। কিন্তু ডমিঙ্গো জানিয়ে দেন, এমন হলে কাজটি মোটেও পছন্দ করবেন না তিনি।