ট্রফি প্যারেডের সময় মাথায় চোট পেয়ে হাসপাতালে ঋতুপর্ণা চাকমা

ছাদখোলা বাসে চেপে ট্রফি প্যারেড করে বাফুফে ভবনে যাচ্ছে সাফ উইম্যান্স চ্যাম্পিয়নশিপ ট্রফি বিজয়ী বাংলাদেশের নারী ফুটবল টিম, পথিমধ্যেই চোট পেয়ে দলের অন্যতম সদস্য রিতুপর্ণা চাকমা হাসপাতালে ভর্তি হয়েছেন।
গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জল এ তথ্য নিশ্চিত করেছেন।
বাফুফে ভবনে যাওয়ার পথে ঢাকার অসহনীয় গরম এবং যানজটের মুখে পড়েন খেলোয়াড়রা।
বাসে থাকা অবস্থায় রাস্তার পাশের কোনো বস্তুর খোঁচা লেগে মাথায় আঘাত পান তিনি, কেটে গিয়ে রক্ত বের হয়।
তখনই বাস থামিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। কপালে তিনটি সেলাই দিতে হয় ঋতুপর্ণার।
খেলোয়াড়দের বাসটি মগবাজার পার হয়েছে। বাফুফে ভবনে পৌঁছানোর পর সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।