এশিয়া কাপ জিতে কতো প্রাইজমানি পেল শ্রীলঙ্কা

হার দিয়ে আসর শুরু করা শ্রীলঙ্কার মাথায়ই উঠেছে শ্রেষ্ঠত্বের মুকুট। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ৮ বছর পর এশিয়া কাপের শিরোপা জিতেছে দ্বীপদেশটি। শিরোপার পাশাপাশি বড় অঙ্কের প্রাইজমানিও পেয়েছে শ্রীলঙ্কা।
এশিয়া সেরার মুকুট জিতে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছে শ্রীলংকা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৪২ লাখ ৫৫ হাজার ৯৪৬ টাকা। রানার্সআপ হওয়া পাকিস্তান পেয়েছে ৭৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭১ লাখ ২৭ হাজার ৯৭৩ টাকা।
রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপে ষষ্ঠ শিরোপা ঘরে তোলে শ্রীলংকা। ২০১৪ সালের পর প্রথমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো লঙ্কানরা। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে এটাই তাদের প্রথম শিরোপা।

শিরোপার লড়াইয়ে ব্যাট হাতে শ্রীলঙ্কার ত্রাতা ছিলেন ভানুকা রাজাপাকসে। দুঃসময়ে দলের হাল ধরে ৪৫ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭১ রানের হার না মানা এক ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। দারুণ ব্যাটিংয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। ম্যাচসেরার প্রাইজমানি হিসেবে রাজাপাকসে পেয়েছেন ৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ৭৫ হাজার ১৯৮ টাকা।
শ্রীলঙ্কার শিরোপা জয়ের পথে বড় অবদান রেখেছেন অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গা। ৬ ম্যাচের ৫ ইনিংসে ব্যাটিং করা এই ডানহাতি ৬৬ রান করেন। এর মধ্যে দুই ম্যাচে থাকেন অপরাজিত। বল হাতে ৯ উইকেট নেন লঙ্কান এই লেগ স্পিনার। এই পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন হাসারাঙ্গা। পুরস্কার হিসেবে ১৫ হাজার ডলার পেয়েছেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ ২৫ হাজার ৫৯৪ টাকা।