‘কী বার্তা চেয়েছিল সে?’- কোহলিকে গাভাস্কার
চেনা ছন্দে ফেরার আভাস মিলেছে বিরাট কোহলির ব্যাটিংয়ে। চলমান টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে তিন ম্যাচের দুটিতে হাফ সেঞ্চুরি করেছেন তারকা এই ব্যাটসম্যান। দ্বিতীয় হাফ সেঞ্চুরি করা ম্যাচের পর সংবাদ সম্মেলনে অভিমান থেকে এক প্রকার অভিযোগই করে বসেন কোহলি। তিনি জানান, টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সময় কেবল মহেন্দ্র সিং ধোনিকে পাশে পেয়েছেন তিনি। কোহলির এমন মন্তব্য মনে ধরেনি সুনীল গাভাস্কারের। ভারতের কিংবদন্তি এই ব্যাটসম্যান কোহলির উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।
এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ৬০ রানের ইনিংস খেলা কোহলি সংবাদ সম্মেলনে জানান, খারাপ সময়ে কেবল ধোনির তার বার্তা পেয়েছিলেন তিনি। অনেকের কাছেই তার মোবাইল নম্বর থাকলেও কেউ যোগাযোগ করেননি। অনেকেই টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পরামর্শ দিলেও ফোনে বা সামনাসামনি দেননি। কোহলির এমন মন্তব্যের পর গাভাস্কারের প্রশ্ন, কী ধরনের বার্তা চেয়েছিলেন কোহলি। নেতৃত্ব ছাড়ার পর তার উৎসাহের প্রয়োজন পড়বে কেন?
নির্দিষ্ট করে একজনের নাম বলাতেই যেন কোহলির মন্তব্যে বিরক্ত হয়েছেন গাভাস্কার। সাবেক এই ব্যাটসম্যান বলেন, 'আমি জানি না ড্রেসিং রুমের ভেতরে ক্রিকেটারদের সম্পর্ক কেমন। কিন্তু যদি সে একজনের নাম বলতে পারে, যে কিনা তার পাশে ছিল; তাহলে তার পাশে যারা ছিল না, তাদের নামও বলা উচিত। তাহলে সেটা সবার জন্যই ভালো হয়। নাহলে লোকে ভাববে কেউই তার পাশে ছিল না।'
ওই সময়ে কোহলির উৎসাহের প্রয়োজন থাকার কারণ জানতে চেয়ে গাভাস্কার আরও বলেন, 'সে কী ধরনের বার্তা আশা করেছিল? উৎসাহ? কিন্তু সে তো নেতৃত্ব ছেড়েই দিয়েছিল। তাহলে তার উৎসাহের প্রয়োজন কেন হবে? এই বিষয়টা (নেতৃত্ব) কিন্তু আগেই শেষ হয়ে গেছে। যখন অধিনায়কত্ব শেষ হয়ে যায়, তখন নিজের খেলায় মনোনিবেশ করতে হয়।'
পেছনের কথা রেখে কোহলিকে খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন গাভাস্কার। তার ভাষায়, 'এখন তুমি শুধু একজন ক্রিকেটার হিসেবে খেলছো, তাই সেখানেই মনোযোগ দাও। কারণ যখন তুমি অধিনায়ক, তখন তোমাকে সতীর্থদের নিয়ে ভাবতে হয়। অধিনায়কত্ব যখন শেষ, তখন তোমার উচিত নিজের খেলার দিকে মন দেওয়া।'
অধিনায়কত্বের অভিজ্ঞতা গাভাস্কারেরও আছে। ভারতকে ৪৭ টেস্ট ও ৩৭ ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া সাবেক এই ক্রিকেটার সেটাও মনে করালেন, 'আমি ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ায় বেনসন অ্যান্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার পর অধিনায়কত্ব ছাড়লাম। ওই রাত আমরা উদযাপন করেছি। একে অন্যকে জড়িয়ে ধরেছি। কিন্তু এর বাইরে আর কী আশা করতে পারেন?'