হৃদয় ভেঙেছে মাহমুদউল্লাহর, তামিম বললেন, ‘তুই পারবি বন্ধু’
'মি. ডিপেন্ডেবল' ডাকা হয় তাকে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাটিং ভরসা তিনি। কিন্তু সেই মুশফিকুর রহিমই টি-টোয়েন্টিতে নিভু নিভু প্রদীপ হয়ে জ্বলছিলেন। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে দীর্ঘদিন ধরে তার ব্যাটে রান নেই। সাম্প্রতিক সময়ে সমালোচনা হচ্ছিল তাকে নিয়ে। এই অবস্থার মধ্যে বেশিদিন থাকেননি, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
মুশফিকের এমন আচমকা অবসরের ঘোষণায় অবাক সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এমন খবর শুনে ফেসবুক পোস্টে হৃদয় ভাঙার কথা জানিয়েছেন তিনি। আবেগঘন লেখা পোস্ট করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এ ছাড়া সতীর্থের অবসরে ভালোবাসা, শ্রদ্ধার কথা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলামরা।
মুশফিকের সঙ্গে জাতীয় দলে খেলার একটি ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ লিখেছেন, 'প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শোনার পর আমার হৃদয় ভেঙে গেছে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোমার অর্জন ও ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা। তোমার সঙ্গে টি-টোয়েন্টিতে খেলা ছিল তৃপ্তির। যে কোনো সংস্করণেই তোমার কাজের নীতি প্রেরণাদায়ক।'
বন্ধু তামিম লিখেছেন, 'অভিনন্দন মুশফিক! ১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সব সময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি।'
ওয়ানডে অধিনায়ক তার পোস্টে আরও লিখেছেন, 'আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার। টেস্ট এবং ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!'
টেস্ট এবং ওয়ানডেতে মুশফিকের অনেক কিছু দেওয়ার আশাবাদ জানিয়ে মিরাজ লিখেছেন, 'আমার ছেলেবেলার নায়ক মুশফিকুর রহিম ভাই, আপনি আদর্শ একজন এবং অনেকের জন্য প্রেরণাদায়ী। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আপনাকে আমরা মিস করব। প্রবলভাবে বিশ্বাস করি, অন্যান্য সংস্করণে অনেক কিছুই দেওয়ার আছে। নতুন যে চ্যালেঞ্জই গ্রহণ করুন, উপভোগ করতে থাকুন ভাই।'
একই আশাবাদ জানিয়ে লিটন লিখেছেন, 'আপনার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে পারা ছিল তৃপ্তির, মুশফিক ভাই। আশা করি, ওয়ানডে ও টেস্টে আপনি আরও অনেক অবদান রাখবেন বাংলাদেশের হয়ে।' মুশফিককে কিংবদন্তি সম্বোধন করে ছোট্ট করে তাসকিন লিখেছেন, 'ধন্যবাদ, কিংবদন্তি।'
শুভ কামনা জানানো সাব্বিরের ছোট্ট প্রতিক্রিয়া, 'অবসর শুভ হোক মুশফিক ভাই।' মোসাদ্দেক লিখেছেন, 'সব কিছুর জন্য কৃতজ্ঞতা।' সোহানের ভাষায়, 'মাঠের ভেতরে-বাইরে আপনি আমাদের প্রেরণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর শুভ হোক। সামনের দিনগুলোর জন্য শুভ কামনা।' ভবিষ্যৎ সফরের জন্য শুভ কামনা জানিয়ে আফিফ লিখেছেন, 'আশা করি, আপনার সামনের ভ্রমণ আরও সফল হবে মুশফিকুর রহিম ভাই।'
জাতীয় দলে মুশফিকের সঙ্গে খুব বেশি দিন খেলা হয়নি শরিফুলের। তবু অগ্রজের অবসরে মন খারাপ তরুণ এই পেসারের, 'আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা। আপনি আমাদের আলোর বাহক ছিলেন, আপনি সর্বদা মানুষের হৃদয়ে থাকবেন। আমরা আপনাকে টি-টোয়েন্টি ফরম্যাটে মিস করব। আপনি আমাদের জীবন্ত কিংবদন্তি। আপনার জন্য শুভ কামনা।'