‘আমি তো শ্রীলঙ্কার কোনো বোলারই দেখি না’
ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। একই প্রতিপক্ষের কাছে হার মেনেছে শ্রীলঙ্কাও। টানা দুই জয়ে আফগানরা উঠে গেছে এশিয়া কাপের সুপার ফোরে। সুপার ফোরে ওঠার লড়াইটা এখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। বাঁচা মরার এই লড়াইয়ে ১ সেপ্টেম্বর মুখোমুখি হবে তারা। যারা জিতবে, তারা পাবে সুপার ফোরের টিকেট। হার মানা দল বিদায় নেবে আসর থেকে।
এই ম্যাচের আগে দুই দল যেন কথার লড়াইয়ে নেমেছে। আফগানিস্তানের বিপক্ষে হারের দিনই শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছিলেন, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশ সহজ প্রতিপক্ষ হবে। এ ছাড়া সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশে কোনো বিশ্বমানের বোলার দেখেন না তিনি।
বাংলাদেশ সহজ প্রতিপক্ষ; লঙ্কান অধিনায়কের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছিলেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। তিনি রয়েসয়ে উত্তর দিলেও খালেদ মাহমুদ সুজন কড়া ভাষায়ই শানাকার কথার জবাব দিলেন। জাতীয় দলের টিম ডিরেক্টর জানালেন, শ্রীলঙ্কা দলের বলার মতো তেমন কোনো বোলারই দেখেন না তিনি।
সাকিব ও মুস্তাফিজুর মানের কোনো বোলার লঙ্কানদের নেই জানিয়ে সুজন বলেছেন, 'আমি জানি না শানাকা কেন এমন বলেছে। আমি শুনেছি যে সে বলেছে, বাংলাদেশের সাকিব ও মুস্তাফিজ বাদে বোলার নেই। আমি তো শ্রীলঙ্কার কোনো বোলারই দেখি না। আমাদের অন্তত দুজন আছে। তাদের সাকিব ও মুস্তাফিজের মানেরও কোনো বোলার নেই।'
আফগানিস্তানের বিপক্ষে হারের দিন শানাকা বলেছিলেন, 'আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। কিন্তু যখন বাংলাদেশের বেলায় আসি...আমরা জানি ফিজ (মুস্তাফিজ) খুব ভালো বোলার, সাকিব বিশ্বমানের। এদের বাদ দিলে তাদের দলে বিশ্বমানের কোনো বোলার নেই। এই কারণে আমার মনে হয়, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা সহজ হবে।'
এর পরের দিনই এর জবাব দেন মেহেদী হাসান মিরাজ। যদিও তিনি মাঠে প্রমাণের কথা জানান। মিরাজ বলেন, 'ভালো বা খারাপ, এটা কিন্তু মাঠে প্রমাণ হবে। দেখুন, একটা ভালো দল মাঠে খারাপ খেললে অবশ্যই ম্যাচ হেরে যায়, আবার খারাপ দল ভালো খেললে জিতে যায়। মাঠে পরিচয় হবে কারা ভালো, কারা খারাপ। যারা ভালো খেলবে, দিনশেষে তারাই ম্যাচ জিতবে।'