সাকিবের আত্মবিশ্বাস দেখে ‘আশ্বস্ত’ বিসিবি সভাপতি
টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে 'দুর্বল' বলতে কখনোই রাখঢাক দেখান না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রায়ই তাকে বলতে দেখা যায়, 'এই ফরম্যাটে আমরা অতোটা শক্তিশালী দল নই।' এশিয়া কাপের আগে আরও একবার সেটা মনে করালেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান। বাংলাদেশ দলের কাছে তার চাওয়া ভালো খেলা। এ পথে সাকিব আল হাসানের আত্মবিশ্বাস দেখে আশ্বস্ত হতে পারছেন বিসিবি সভাপতি।
কদিন আগেই টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বিবেচনায় থাকলেও সাকিবের ওপর ভরসা রেখেছে বিসিবি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলকে পথ দেখাবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তৃতীয় দফায় অধিনায়কত্ব পাওয়ার প্রথম মিশনেই সাকিবের আত্মবিশ্বাস দেখে খুশি বিসিবি সভাপতি।
আগামী ২৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। উপমহাদেশের সবচেয়ে বড় এই লড়াইয়ের জন্য প্রস্তুত হতে এখনও আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেনি বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত কয়েকদিন ধরে ব্যক্তিগতভাবে পাওয়ার হিটিংয়ের অনুশীলন করে আসছেন সাকিব, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়রা। কেমন চলছে তাদের অনুশীলন, সেটা দেখতে বৃহস্পতিবার মাঠে যান নাজমুল হাসান। এদিন সাকিব ও ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে দীর্ঘ আলাপ হয় তার।
পরে সাকিবের সঙ্গে আলোচনার বিষয়বস্তু নিয়ে সংবাদমাধ্যমকে নাজমুল হাসান বলেন, 'সাকিবের সঙ্গে নিয়মিতই কথা হয়। অনেকের সঙ্গেই কথা হয়, সোহানের সঙ্গে কথা হয়, লিটন দাসের সঙ্গে হয়। মোটামুটি সবার সঙ্গেই কথা বলি। আজ জানতে চাচ্ছিলাম যে, ওর (সাকিব) কী মনে হচ্ছে (এশিয়া কাপ নিয়ে)। একটা ব্যাপার দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর অবশ্য সব সময়ই আত্মবিশ্বাস থাকে। তবে এই মুহূর্তে বেশি জরুরি এটা থাকা।'
টি-টোয়েন্টিতে ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের। সর্বশেষ ১৪ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে দলটি। তবে জয়-পরাজয় নিয়ে না ভেবে ভালো খেলায় দৃষ্টি দিচ্ছেন বিসিবি সভাপতি। যদিও জিততে পারার বিশ্বাসটা দলের মধ্যে দেখতে চান তিনি, 'টি-টোয়েন্টিতে আমরা অতোটা ভালো দল নই। তবে জিততে পারব, এই বিশ্বাসটা থাকতে হবে। হারা-জেতা নিয়ে আমার কথা নেই। কিন্তু জিততে পারব, এই বিশ্বাস খেলার মধ্যে থাকা জরুরি। এটা দেখতে পেরেছি, আমি খুশি। হার-জয় বড় কথা নয়, এবার ভালো খেলার চেষ্টা করব।'