কাতার বিশ্বকাপ-২০২২ শুরু হবে একদিন আগেই!

২০২২ ফুটবল বিশ্বকাপের আসর নির্ধারিত সময়ের একদিন আগেই শুরু হতে পারে। কাতার বনাম ইকুয়েডর ম্যাচ দিয়ে এবার বিশ্বকাপ ফুটবল আসরের পর্দা উঠতে পারে। এমন একটি সম্ভাবনা তৈরি হয়েছে। কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিটি।
২১ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল এবারের ফুটবল বিশ্বকাপ। নেদারল্যান্ডস বনাম সেনেগালের ম্যাচ দিয়ে এবারের আসর শুরু হওয়ার কথা ছিল। দোহার স্থানীয় সময় অনুযায়ী বেলা ১টায় হওয়ার কথা রয়েছে এই ম্যাচ। এই ম্যাচের ঠিক ৬ ঘণ্টা পর হওয়ার কথা ছিল কাতার বনাম ইকুয়েডর ম্যাচের। তবে এর একদিন আগে, অর্থাৎ ২০ তারিখে এই ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরুর চিন্তা করছে ফিফা।
দীর্ঘ ২৮ দিনব্যাপী টুর্নামেন্টের বদলে ২৯ দিনের টুর্নামেন্ট করার দাবি অনেকদিন ধরেই করা হচ্ছিল। কাতার এবং ইকুয়েডর এই দুই দেশের ফুটবল সংস্থার কর্তা ব্যক্তিদেরও বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আলোচনা হয়েছে। গ্রুপ-এ তে রয়েছে কাতার, ইকুয়েডর, নেদারল্যান্ডস ও সেনেগাল।
দোহাতে ১ এপ্রিল বিশ্বকাপের ড্র যখন অনুষ্ঠিত হয়, সেই সময়ে বিশ্বকাপের শুরুর বিষয়টি আগে থেকেই প্রত্যাখান করে দেওয়া হয়েছিল। নভেম্বরের ১৩ তারিখ পর্যন্ত বিভিন্ন ইউরোপীয় দেশের লিগের খেলা হবে বলেই প্রত্যাখান করা হয়েছিল সেই সিদ্ধান্ত। তবে কাতার বা ইকুয়েডর এই দুই দেশের কোনো ফুটবলার যেহেতু ইউরোপীয় লিগে খেলেন না, তাই এবার ফিফা সিদ্ধান্ত বদলাতে পারে বলে খবর পাওয়া গেছে।
এছাড়া, ২০০৬ সালের জার্মান বিশ্বকাপ থেকে চলে আসা প্রথা অনুযায়ী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাধারণত স্বাগতিক দেশ অংশ নেয়। সে কারণেই কাতার বনাম ইকুয়েডর ম্যাচটি ২১ তারিখের পরিবর্তে ২০ তারিখ দুপুর ২ টায় আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ২১ নভেম্বরের বাকি ম্যাচগুলোর সময় অপরিবর্তিত থাকবে। তবে এ ব্যপারে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটে অনুমোদিত হতে হবে। তারপরেই কার্যকর হবে নতুন সূচি।
সাধারণত জুন-জুলাইয়ে বসে বিশ্বকাপের আসর।তবে এবার মধ্যপ্রাচ্যের গরমকে মাথায় রেখে ২২তম ফিফা বিশ্বকাপের আসর বসবে নভেম্বর-ডিসেম্বরে।
- সূত্র: আল জাজিরা